somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার পার্কগুলো

১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার পার্কগুলোর নাম, অবস্থান ও উপভোগ্য বিষয়বস্তু তালিকাভুক্ত আছে:

সর্বক্ষণ কর্মব্যস্ত ঢাকা বাসীর একমাত্র বিনোদনের স্থান হল ঢাকার পার্কগুলো । সপ্তাহে ছয় দিন কাজের চাপে কুঁজো হয়ে পড়া মানুষগুলো তাই চায় সপ্তাহের অন্তত একটা দিন পরিবার-পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে কাছের বা দূরের কোনো পার্ক থেকে ঘুরে আসতে। খোলা প্রকৃতির সাথে আলিঙ্গন করার সুপ্ত এক পিপাসা বরাবরই ছিল এবং আছে ঢাকা বাসীর। আর তাই পেশ করছি ঢাকার পার্কগুলো -র বিস্তারিত সব তথ্য। চলুন ঘুরে আসি ঢাকার পার্কগুলো থেকে, আর জেনে নিন কোথায় আছে কোন পার্ক এবং কি বা দেখার আছে সেখানে! সাথে আছে ঢাকার অন্যান্য সব দর্শনীয় স্থান সমূহ

রোজ গার্ডেন
(বর্তমান নাম রশিদ মঞ্জিল)
Rose Garden

সূত্রাপুর থানা এলাকাধীন ১৩ নং কে.এ. দাস লেন।

সুদৃশ্য নারী মূর্তি, আয়তাকার পুকুর, রশিদ মঞ্জিল, ফোয়ারা, সাত ধাপ বিশিষ্ট সিঁড়ি, উপবৃত্তাকার উদগত অপ্রশস্ত বেলকনি, আধাগোলাকার গম্ভুজ, ছত্রী নকশা, ঘুর্ণায়মান সিঁড়ি, রঙ্গিন কাঁচের অলঙ্করণ ইত্যাদি।

প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। রোজ গার্ডেনের কোন সাপ্তাহিক বন্ধ নেই। তবে শুটিং চলাকালীন সময়ে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না।

ওসমানী উদ্যান
(Osmani Uddan)

ঢাকার গুলিস্তানে ঢাকা সিটি কর্পোরেশনের (নগর ভবন) বিপরীত পাশে এবং সচিবালয়ের পিছনে।

মীর জুমলার কামান, জলাধার, ওয়াক ওয়ে, মহিলা এ্যারেনা, শিশু এ্যারেনা, স্বাধীনতা স্মৃতি স্তম্ভ, বৃক্ষের সমাহরোহ, বালু দ্বীপ ইত্যাদি।

গ্রীস্মকালে এটি সকাল ৫.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত এবং শীতকালে সকাল ৬.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত।

বলধা গার্ডেন
(Boldha Garden)

পুরাতন ঢাকার ওয়ারীতে

‘সাইকী’ ও ‘সিবিলী’ নামের দুটি পৃথক বাগান, ৬৭২ টি প্রজাতির ২৫,০০০ উদ্ভিদ, দুর্লভ ব্রনস ফেলসিয়া বৃক্ষ, ফুড কর্ণার ও রেস্তোরাঁ, শাপলা হাউজ ইত্যাদি।

প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা এবং দুপুর ২.০০ টা থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত।

ওয়ান্ডারল্যান্ড
(Wonder Land)

স্বামীবাগ। ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডে সায়দাবাদ বাস স্ট্যান্ডের কাছে।

সর্বমোট ১৩টি রাইডঃ ট্রেন, ভয়েজার বোর্ড, প্যারাটুপার, টুইস্টার, সুপার চেয়ার, ফ্লাওয়ার ক্যাপ, মিটি ট্রেন, মিনি ক্যাব, বেবি কার, মেরি গো, ওয়ান্ডার হুইল, বাইনস চপার, থ্রি-হর্স প্রভৃতি।

প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে রাত ৮.৩০ টা পর্যন্ত।

জাতীয় চিড়িয়াখানা
(National Zoo)

মিরপুর। মিরপুর-১ এর সনি সিনেমা হল চত্ত্বর থেকে চিড়িয়াখানা রোডে সোজা যেতে হবে।

১৬৫ প্রজাতীর মাংসাশী, তৃণভোজী, ক্ষুদ্র স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি ও ফিস এ্যাকুরিয়ামের প্রাণী। সাথে আছে শিশুদের খেলার ও ঘুরে বেড়ানোর অনেক জায়গা।

গ্রীষ্মকালে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এবং শীতকালে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ।

নন্দন পার্ক
(Nandan Park)

সাভার। সাভার-চন্দ্রা মহাসড়কের পাশে।

আকর্ষনীয় রাইডগুলোর মধ্যে রয়েছে ক্যাবল কার, ওয়েব পুল, জিপ স্লাইড, রক ক্লাইমরিং, রিপলিং, মুন রেকার, কাটার পিলার, ওয়াটার কোস্টার, আইসল্যান্ড, প্যাডেল বোট প্রভৃতি। এছাড়া রয়েছে ওয়াটার ওয়ার্ল্ড ও ঘুরে বেড়ানোর অনেক জায়গা।

প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। শুক্রবার ও সকল বন্ধের দিনে সকাল ১০.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত।

বাহাদুর শাহ পার্ক
(Bahadur Shah Park)

পুরান ঢাকায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে।

নবাবজাদা খাজা হাফিজুল্লাহ স্মরণে তৈরী স্মৃতিস্তম্ভ, খাজা হাফিজুল্লাহ স্মরণে নির্মিত স্মৃতিফলক, ফোয়ারা, গাছপালা বেষ্টিত ছায়াঘেরা মনোরম পরিবেশ।

প্রতিদিন ভোর ৫.০০ টা থেকে সকাল ৯.০০ টা পর্যন্ত। বিকাল ৩.০০ টা থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত।

ধানমন্ডি লেক
(Dhanmondi Lake)

ধানমন্ডি এলাকা জুড়ে (প্রায় ১৬%) বিস্তৃত।

জাহাজ বাড়ি, লেকের উপর বেশ কয়েক টি সেতু, চার পাশে বসার মতো অনেক সুন্দর জায়গা, রবিন্দ্র সরোবর, নৌকা ভ্রমণের ব্যবস্থা ইত্যাদি।

নৌকায় ভ্রমণের সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। এছাড়া প্রতিদিন সবসময় সবার জন্য উন্মুক্ত।

জাতীয় স্মৃতিসৌধ
(National Monument)

সাভারের নবীনগরে অবস্থিত।

রাস্তার দুপাশে নানা জাতের ফুলের গাছ, কৃত্রিম জলাশয়, উন্মুক্ত মঞ্চ, আলাদা করে ফুলের বাগান, অভ্যর্থনা কেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, রেস্তোরা। ফলজ, বনজ ও ঔষধি গাছের সমন্বয়।

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ফ্যান্টাসী কিংডম
(Fantasy Kingdom)

জামগড়া, আশুলিয়া। ঢাকা-আশুলিয়া হাইওয়ের পাশে।

রাইডগুলো হলো – প্যাডেল বোট, ম্যাজিক কার্পেট, বাম্পার বোট, বাম্পার কার্ট, ইজিডিজি, জুজু ট্রেন, রোলার কোস্টার, হ্যাপি, ক্যাংগারু, শান্তা মারিয়া, জায়ান্ট ফ্লিউম। এছাড়া ফুড কর্ণার, ওয়াটার ওয়ার্ল্ড ইত্যাদি।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সরকারী ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সোহরাওয়ার্দী উদ্যান
(Sohrawardi Uddan)

ঢাকার রমনা, শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে অবস্থিত। এক সময় রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল।

আনন্দময়ী আশ্রম কালী মন্দির, বিস্তৃত দিঘী, স্বাধীনতা স্মৃতি জাদুঘর, শিখা চিরন্তন, শহীদ স্মৃতি নামফলক, কৃত্রিম লেক, বাগান, মঞ্চ সিঁড়ি। এছাড়া রয়েছে বেশ কিছু প্রাঙ্গণ, যেগুলোর প্রত্যেকটির আলাদা বিশেষত্ব আছে।

প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

লালবাগ কেল্লা
(Lalbag Fort)

পুরাতন ঢাকার লালবাগে।

বিশাল তোরন, বাগান, পরীবিবির সমাধি সৌধ, হাম্মামখানা, প্রসাধনী কক্ষ, শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, গরম পানি ও বাতাস প্রবাহের চুল্লী, চৌবাচ্চা, পানি সংরক্ষনাধার, শীলা পাথর, তৎকালীন ও তৎপূর্ব মানচিত্র ইত্যাদি।

সকাল ১০.০০ টা থেকে বিকেল ৬.০০ টা পর্যন্ত এবং দুপুর ১.০০ টা থেকে ১.৩০ মিনিট পর্যন্ত বিরতি। শুক্রবার সকাল ১০.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত এবং ১২.৩০ মিনিট থেকে ২.৩০ মিনিট পর্যন্ত বিরতি। রবিবার সহ সকল সরকারি ছুটির দিন পূর্ণ দিবস বন্ধ। সোমবার অর্ধদিবস বন্ধ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
(National Science & Technology Museum)

আগারগাঁও, শেরেবাংলা নগর।

সাইন্স গ্যালারী, ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি গ্যালারী, বাইয়োলজি গ্যালারী, ইনফরমেশন টেকনোলজি গালারী, ফান সাইন্স গ্যালারী এবং ইয়ং সাইন্টিস্ট প্রোজেক্ট গ্যালারী সহ আরও অনেক কিছু।

প্রত্যেক শনি থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ পর্যন্ত। বৃহস্পতি, শুক্রবার এবং সকল সরকারী ছুটির দিনগুলোতে জাদুঘর বন্ধ থাকে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর
(Bangladesh National Museum)

শাহাবাগ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে।

বাংলাদেশর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। প্রাচীন যুগ থেকে আজকের বাংলাদেশ যতগুলো সিড়ি পার করেছে তার সবকটির চিহ্ন ধরে রেখেছে জাতীয় জাদুঘর।

সকাল ১০.৩০ টা থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৩.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত।

পানাম নগর
(Panam Nagar)

সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে।

পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে ৫২টি বাড়ি, মোঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্যশৈলী, পানাম-দুলালপুর পুল, পানামের নীলকুঠি সহ আরও অনেক কিছু।

সব সময় সকলের জন্যই উন্মিক্ত থাকে।

লালকুটি/ নর্থব্রুক হল
(Lalkuti/ North Brook Hall)

বাংলাবাজার থেকে ১০০ গজ এগিয়ে বুড়িগঙ্গার পাড় ঘেশে ফরাশগঞ্জ মহল্লায় ১ নং ফরাশগঞ্জ, ঢাকা।

রবীন্দ্র স্মৃতিফলক, ফোয়ারা, গ্রন্থাগার, চতুরস্ত্র হলঘর, মোঘল ধাঁচে তৈরী একটি আদর্শ গম্বুজ, মোঘল ও ইউরোপীয় প্রথাসিদ্ধতার অপূর্ব সংমিশ্রন।

শুধু অনুষ্ঠান ও অন্যান্য কাজে খোলা হয়। এছাড়া প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্তই খোলা থাকে এই হল প্রাঙ্গণ। গ্রস্থাগার ও ব্যায়ামাগার প্রতিদিনই খোলা থাকে।

বড় কাটরা
(Boro Katra)

ঢাকার চকবাজার থানা থেকে দক্ষিণ দিকে ১৬, বড় কাটারায় এটি অবস্থিত।

প্রায় ৩৭৫ বছর পূর্বে শায়েস্তা খাঁ এর আমলে তৈরি অনেক নিদর্শন।

প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত।

আহসান মঞ্জিল
(Ahsan Manjil)

পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বর্তমান ইসলামপুরে আহসান মঞ্জিল অবস্থিত।

উনিশ শতকের সৈনিকের বর্ম, ভবনের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কারপূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেইন্টিং, নবাবদের ব্যবহৃত আলমারি, তৈজসপত্র, ফানুস ও ঝাড়বাতি। আরও অনেক কিছু।

সকাল ১০.৩০ টা থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩.০০ টা থেকে সন্ধ্যা ৭.৩০ টা পর্যন্ত। বৃহস্পতিবার ও সরকারি ছুটির দিন বন্ধ।

জিনজিরা প্রাসাদ
(Zinzira Palace)

ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর ওপারে কয়েক’শ গজ দূরে অবস্থিত। সোয়ারীঘাট সংলগ্ন বড় কাটরা প্রাসাদ বরাবর বুড়িগঙ্গার ওপারে জিনজিরা।

প্রায় ৪০০ বছর আগের বাংলার ঐতিহ্য। বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত।

সব সময় সকলের জন্যই উন্মিক্ত থাকে।

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮


পেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন

কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

আমির হোসেন আমুকে দেখা একদিন....

২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সংস্কারের জন্য টাকার অভাব হবে না, ড. ইউনূসকে ইইউ

লিখেছেন শাহ আজিজ, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৪



বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা... ...বাকিটুকু পড়ুন

=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২



বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন

বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি

লিখেছেন সোনাগাজী, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫



আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।

সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

×