Item Song of Airtel presents Amader Golpo
হাজুর গাছত উডিবাল্লাই (খেজুর গাছে উঠার জন্য),
রসর ঠিল্লা ফারিবারলাই (রসের হাড়ি নেওয়ার জন্য).
লঙ্গীর গুচ্ছা বান্ধিলু ইকবাইল্লাহ (লুঙ্গির খাঁচা বাধলো ইকবাল)
পইর পারত জেডা চিক্কারায় (পুকুর পাড়ে জ্যাঠা (বড় চাচা)চিৎকার করে),
উডানত বই নানি চিক্কারায় (উঠানে নানী চিৎকার করে)
হইরজ্জা ধুপ ধুপারদে হন (কলিজা ধরপর করে)
তাইল্লা হন মতে বেরাই ধরি (হাড়ি কোনোমতে আকড়ে ধরে),
ঠিল্লার মাথা চিবি ধরি (হাড়ির মাথা চেপে ধরে)
লুঙ্গি তুলি চোখ খাডি দিল দূর(লুঙ্গি তুলে চোখ বন্ধ করে দিল দৌড়)
চোরাইয়া হাইয়্যে ধরা (চোর খেয়েছে ধরা),
হন্ডে গেলি ধুরু মরা (কোথায় গেলি সবাই তোরা),
ঠিল্লা লই ধাইয়্যেদে চোরা (হাড়ি নিয়ে পালিয়েছে চোরা)!
চোরাইয়া....ধাইয়ি গুই ধাইয়ি গুই .(চোর পালিয়ে গেল পালিয়ে গেল)
"হত কিচ্ছা গইরলো চোরা রস হাইবার লাই, (কত কাহিনি করলো চোরা রস খাওয়ার জন্য)
হদুয়া মানুষ দুরাইয়্যে তারে তার হনো ঠিক নাই (কত মানুষ দৌড়ালো তারে , তার কোনো ঠিক নাই)
হোনোমতে বেরাই ধরি, (হাড়ি কোনোমতে আকড়ে ধরে),
ঠেইল্লার মাথা চিবি ধরি, (হাড়ির মাথা চেপে ধরে)
লুঙ্গি তুলি চোখ খাডি দিল দুরদূর(লুঙ্গি তুলে চোখ বন্ধ করে দিল দৌড়)...
... চুরাই