(লেখাটি এক ছোটো ভাই থেকে কপি করা.)
আমরা যারা কুয়েট কে ভালবাসী তারা সহযোগিতা করুন।গত ৩ বছরে কুয়েট ছাত্রলীেগর অপকর্মের বিস্তারিত নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা হবে।যারা পরিচয় গোপন রাখতে চান তারামেসেজ করে তথ্য পাঠাটে পারেন।কুয়েটের ছাত্রদেরকে রক্ষা করতে হলে ছাত্রলীগের সন্ত্রসীদের শাস্তির কোন বিকল্প নাই.এদের কে চিনে রাখুন।বড় ভাই,সহপাঠী,ছোট ভাইদের রক্তে রন্জিত এদের হাত।নারী নির্যাতন কারী,গাঁজা,মদ সেবঙ্কারী,নিয়গ বানিজ্য,সিট বানিজ্য করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎকারী ছাত্রলীগেরএই সন্ত্রসীরা।২-১-২০১২ এর ঘটনা সহ ২০০ এর বেসি ছাত্র-ছাত্রী নিপীড়িত,নিরযাতিত হইছ এইস কুকরের হাতে।বিশ্বাস করুন, এই কুকুরদের সংখ্যা সব মিলিয়ে ৪০ এর বেশি হবে না।কিনতু এরা সংঘবদ্ধভাবে রাতের আঁারে হলে হলে হামলা চালায় রদ,চাপাতি,হাতুড়ি নিয়ে ।২০১০ সালে ডঃ আলমগীর v.c. ও সিবেন্দ্র শেখার শিকদার d.s.w head হওয়ার পর থেকে প্রায় নিয়মিত এইসব ঘটনা ঘটে আসতেসে।তাদের প্রত্যক্ষ মদদে ক্যাম্পাসে সব ধরণের অবৈধ কাজ জড়িত ছিল ছাত্রলীগের এই গোষ্ঠী।সজল কুমার অধিকারী নামে এক civil departmentসন্ত্রাসী শিক্ষক এদের গুরু হিসেব পরিচিত।এরা এখন 2k9 ও 2k10 এর ছাত্রদেরকে লীগ করার ভিত্তিতে ও টাকা-পয়সার বিনিময়ে হলে সিট দেয়।নিচের ছবিগুলোতে ফুয়াদ নামে একজনের উল্লেখ আছে।গত ১ বছরে কুয়েটে সংঘটিত সব সন্ত্রসী কার্যক্রমে সিভিল ডিপার্টমেন্টের এই কুকুরের সরাসরি ভূমিকা ছিল।আবির(মেকা-০৭) এর সন্ত্রাসী কার্যক্রম শরু ২০১০ এ ০৬ ব্যাচ এর ইলেকট্রিকাল এর এক ছেলের গায়ে হাত তুলে।নয়ন ও সোহান নামের দুই জানোয়ার(মেকা-০৮) 2010এর আগস্ট মাসে মেকা-০৬ এর এর এক ছেলেকে নৃশংস ভাবে মারে ও হলত্যাগে বাধ্য করে।২-১-২০১২ এর ঘটনা-খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ভোজে নিম্নমানের খাবার সরবরাহের প্রতিবাদ করায় বহিরাগতদের সঙ্গে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের চাপাতি, রামদা, হাতুড়ি, শিকল ও বাঁশ দিয়ে পিটিয়েছে। তাদের হাত থেকে রক্ষা পাননি শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।তাদের হামলায় অন্তত ৬০ জন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদের চিনে রাখুন, সিনিয়র ব্যাচের ভাই, জুনিয়র, সহপাঠী এমনকি স্যারদের গায়ে হাত তুলতে ও তারা পিছপা হয় নি
ছবি দেখুন এইখানে
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৩