আমার অবসর কাটানোর প্রধান একটা উপাদান হলো মুভি দেখা। একটা সময় এ পুরাই মুভিফ্রীক ছিলাম, মুভি দেখায় কোনো বাছবিছার ছিল না। এখন সময় এর অভাবে তেমন দেখা হয় না। তাই টিক করলাম একেবারে বেছে বেছে ভালো মুভী গুলো দেখবো। এই জন্য বেছে নিলাম IMDB এর TOP 250 মুভির তালিকা। যদিও তার অনেক গুলো আগে দেখা।
আজকে যে মুভি নিয়ে একটু বলতে চাই সেটা হলো তালিকার ২০ নম্বরে থাকা একই মুভি Once Upon a Time in the West । মুক্তি পাওয়ার সময় কাল ১৯৬৮।
পরিচালকঃ Sergio Leone
এটা একটা western মূভি। কাহিনী বাকি ১০টা western মুভির মতই । কিন্তু যেটি আমার কাছে সবচেয়ে আলাদা মনে হয়েছে সেটি হল এর আবহসঙ্গিত। পুরা মুভি জুড়ে রয়েছে শ্রুতিমধুর সঙ্গিতের অসাধারন মূর্ছনা। এর sound effect এত ভালো যে আপনি চোখ বন্ধ করেই বুঝি সব কিছু বুঝতে পারবেন।
এর ব্যাপ্তিকাল ২ ঘন্টা ৪৫ মিনিট। রহস্যমতায় ডাকা গল্প। নায়ক(Charles Bronson) এর চরিত্র আরো রহস্যময়। শেষের ৫ মিনিটের আগ পর্যন্ত মূল গল্পের সাথে তার সম্প্রিক্ততা জানা যায় না। ভিলেন এর চরিত্র অভিনয় করেছেন (Henry Fonda)। প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন Claudia Cardinale (অসাধারন সুন্দরি; শুধু উনাকে দেখলেই মুভি দেখা সার্থক )।
কাহিনী শুরু হয় এক আইরিশ পরিবারকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে। জমি দখল যার মুল উদ্দেশ্য। কিন্তু কর্তার সদ্য বিয়ে করার বউ বাধা হয়ে দাঁড়ায়।যদিও নায়িকার সাথে ভিলেন এর খাতির দেখে আমি নিজে কনফিউসড যে সে আসলে কোন পক্ষের। আর একটা প্রধান চরিত্র হল এক ডাকাত সর্দারের।যদিও তাকে পুর টাইম জুড়ে ভালোমানুশ হিসেবে দেখা যায়। নায়ক থেকে ভিলেন এর চরিত্র অনেক বেশি সাবলিল।
মুভিটি দেখুন। অনেক ভালো লাগবে। অন্তত সময় নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনুন।