#জঙ্গি_ফ্যাক্ট
ভেবেছিলাম সংখ্যালঘু হিসেবে এই জঙ্গি নিয়ে কোন যুক্তি তর্ক তে যাবো না কিন্তু আবার না বলেও হজম হচ্ছে না।
আমরা বাঙালি জাতিগত ভাবেই অনুসন্ধানী মনের কৌতুহলি মানুষ আর সবকিছুতে সন্দেহ প্রকাশ করাই হলো আমাদের প্রধান কর্ম। কিন্তু এই কৌতুহলটা এমন পর্যায়ে গেছে যে বাস্তব সত্যটাকে ঘুলা করে নোনা পানিতে পরিনত করে ফেলছি। সাম্প্রতিক সময়ে চলছে জঙ্গীবাদের ভয়াল থাবা আবার চলছে দেশী-বিদেশী নানান ষড়যন্ত্র। বিদেশী ষড়যন্ত্রের কথা বাদ দিলে প্রথমেই উঠে আসে বাংলাদেশি গুটিকয়েক কুকুরছানার কথা যারা অবাদেই নিজেদের ষড়যন্ত্র মূলক বক্তব্য দিচ্ছেন -
যেমন : কল্যাণপুরে জঙ্গি আক্রমনে নয়জনকে গ্রেফতার না করে হত্যা করলো কেন?
--------- বি এন পি নেতা শাহ মোয়াজজেম।
এই নয়জন জঙ্গি কিনা সন্দেহ, এরা জঙ্গি নাও হতে পারে।
---------- বিএনপি নেতা হান্নান শাহ।
গুলশান হামলা ই প্রমান করে এটা নির্যাতিত জনগনের কন্ঠস্বর।
---------ড, খন্দকার মোশাররফ।
আর সবচাইতে মজার বিষয় এই কয়েকদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে এতো গালি দিলো যে তারা আইন শৃঙ্খলা রক্ষার্থে ব্যর্থ আজ যখন সফল ভাবে হস্তক্ষেপ করছে তখন তারাই বলছে নুরানি চেহারার নিরীহ মানুষ কে খুন আর দমন পীড়ন করছে।
এতকিছু ঘটে যাবার পর আমার মন চাইছে যারা না জেনে শুনে সব কিছুতেই সন্দেহের তীর ছুঁড়ছে তাদের হারপিক খাইয়ে মেরে ফেলতে।
আমার কাছে যতদূর মনে হয় বাংলা ভাষায় একটা সত্যি কথা আছে সেটা হলো জেগে থেকেও যে ঘুমানোর বাহানা করে তার ঘুম ভাঙানোর সাধ্য কারো নাই।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৩