সবার প্রশ্ন ফাহিম কেন বন্ধুকযুদ্ধে নিহত ?
আর এই মর্মে আমার মনে প্রশ্ন জাগছে আমরা জামাত-শিবির-জঙ্গীদের যদি আমরা ঘৃণা করি তো এদের দ্বারা কেউ খুন হইলে আমারা তাদের চাইতে বেশি সরকারের দিকেই আঙ্গুল তুলি কেন !
আর এখন আওয়ামীলীগ সরকারের দিকে কেন আঙ্গুল তুলছি?
অনেকের হাব-ভাব দেখে মনে হচ্ছে অধ্যাপক রিপন চক্রবর্তীর উপর চাপাতি হামলার সময় হাতেনাতে আটক হওয়া জঙ্গি বন্দুক যুদ্ধে নিহত ফয়জুল্লাহ ফাহিমই একমাত্র সোর্স যারে ছাড়া জঙ্গি নিধন সম্ভব না!
কিছু মানুষের এসব চুলকানী জঙ্গি প্রীতিই বুঝায় নাথিং এলস ৷
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৭