অথচো তোমারা নাকি বীরের জাতি
অস্ত্র হাতে জীবন রাখো বাজী
তোমরা নাকি চোখ রাঙ্গানিকে
চেতিয়ে ধরো বুকটাকে,
বুলেট নাকি ছোয় না তোমাদের পাঁজর
তোমরা নাকি মরেও হও অমর?
অথচো তোমরাই নাকি মুক্তিকামী
স্বাধীনতা ছিনিয়ে আনতে
বুকের তাজা রক্ত দাও বলি
অথচো তোমরাই নাকি বিদ্রহী
ভগবান বুকে একে দাও পদচিনহ
চির উচ্চ তোমাদের শীর?
তোমরা নাকি চির বিল্পবী
মাথা নোয়াতে নই কাটাতে রাজী?
তোমাদের রক্তে নাকি বইছে তেজস্ক্রিয়তা
জ্বলে, পুড়ে- ভতস করে দাও নগ্ন ক্ষমতা?
তোমরা নাকি অজয়, অমর, অক্ষয়
বুকে রাখো বারুদ ডরো নাকো মৃত্যুভয়?
তোমরা নাকি সূর্যকে ছিনিয়ে আনো
প্রতিবাদী কন্ঠছিরে আলোর মিছিল ডাকো?
তোমরা নাকি নির্ভয়ই, স্রষ্টার সাথেও যুদ্ধে যেতে রাজী!
তবে আজ কেনো কুঁজো হয়ে বাঁচো
মাথা নুইয়ে ক্ষমতা শিশ্ন চাটো?
তবে আজ কেনো প্রেমিকার আচলে লুকিয়ে থাকো
দেহের উপর দেহ ভাসিয়ে তৃপ্তির ঢেকুর তোলো?
তবে আজ কেনো বুটে এত ভয়!
তোমাদের এমন অসহায়ত্বে আমার বড্ড করুণা হয়।
মিথ্যা শুনিয়েছিলে সেসব রুপকথার গল্প?
তোমদের ঐসব গালগপ্পে আমার খুব হাসি পায়।