কাব্য এবং পদ্ম, পদ্য নয় কিন্তু...
জানুয়ারি ২৯, ২০১৮
********************
অহেতুক অভিসম্পাত হেতু যে পদ্মের জন্ম হয়
তাকে ঘৃণা ছাড়া আর কিই বা নাম দেওয়া যায়
জেনেছি, পদ্ম নাকি কখনো জল নিমগ্ন হয় না
যত অতল তত লম্বা তার সজল ডাঁটা, জলের
উপরেই বাতাসে সে দুলতে থাকে এদিকওদিক
আমাদের নিরন্তর ঈর্ষা-বাক্য যেন জলের মতোই
যতই বাড়ে তার গভীরতা, ততই তার অভিলাষ
জলের উপরে ভেসে থাকা লোটাসের পাপড়ির মতো
সকল সজলতার বাইরেও যে মাথা বের করে রাখে
প্রেমের প্রথমার্ধে কাউকে পদ্ম উপহার দিতে শুনি নি
সে ফুলের সুস্মিতা কেবল কবিতাতেই শোভা পায়
তবে কি কবিতা-ফুল-কিম্বা ঘৃণার আধার আলাদা নয়
যেমন দিন আর রাত বলে আদতে আলাদা কিছুই নেই
সবই কেবল শব্দের জাদুকরী খেলা, অহেতুক নাড়াচাড়া
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৫