কবিতাঃ বিমূর্ত
***********************
বেহায়ার মতো প্রতি ঘণ্টায় ফেইসবুক খুলে দেখি
আমার পোস্টে কটা কমেন্ট পড়লো, কবার শেয়ার হল
নিদেন পক্ষে কয়টা লাইক পড়েছে ইত্যাদি ইত্যাদি
প্রতিটি ছবি পোস্ট করার আগে গোপনে আমি
ছবি গুলো এডিট করি, স্মার্ট ফোনের জামানা এটা
আমার কালো ঘাড়ে খেলা করে সোনালি রোদ্দুর
পাউডারের মতো সে আলো ঘসে নিই ঘাড়ে-পিঠে
কিছুটা ডলে দিই আমার থলথলে ক্লেদময় মুখেও
রুপালি পর্দা-মানবের সাথে যদি ঘটে যায় আকস্মিক মিল
এই আশায় আমার ডলাডলি কমে না কিছুতেই
অপস্রিয়মাণ চুলের রেখায় জুড়ে দিই জগতের আঁধার
তবু যদি কমেন্ট মেলে, শেয়ার, নিদেন পক্ষে লাইক
প্রতি ঘণ্টায় নির্লজ্জের মতো আমি ফেইসবুক খুলে বসি
অপেক্ষার ব্যাধি থেকে নিষ্কৃতি পেতে নিজেই সজোরে
লাইক বাটনে দিই চাপ, তারপর কমেন্ট বক্সে বসাই শব্দ
শেয়ার করার পর একটা ম্যাজিক ঘটে যায়,
দেখি আমার ঘাড়ের উপর লুটিয়ে পড়া সূর্যালোক ক্রমশ
উজ্জ্বল হতে শুরু করেছে, আমি আবার শেয়ার করি,
কমেন্ট করি, ইমোশন সহ রিএকশন দিই, আলো তখন
এতটাই তীব্র যে আমার ঘাড়ের মাংশ গলতে শুরু করেছে
আমার বিস্ময়ের সবে শুরু, প্রত্যক্ষ করি কমেন্টের অবিরাম বর্ষণ,
কেউ একজন লিখেছেন, ‘প্রতি কমেন্ট কিম্বা শেয়ারে ঘটবে যাদু’
সবিস্ময়ে দেখি, আমারই পোস্টে কে বা কারা যেন
কমেন্ট আর শেয়ারের বন্যা বইয়ে দিচ্ছে,
আমি সেদিকে আর না তাকিয়ে অনড় বসে ম্যাজিক দেখি...
দেখি, আমার কপাল, ভ্রু, চোখ, নাক চিবুক-সব
ধীরে ধীরে গলতে শুরু করেছে, এভাবেই ক্রমশ
আমার কপাল নেমে আসে থুঁতনিতে, একটি চোখ
মুখের হা বরাবর, সে চোখের চারপাশে আমার দাঁত
নাকের অস্তিত্ব আর খুঁজে পাইনা, যেন অম্ল-নিক্ষিপ্ত
কোন চেহারা, আমার চিৎকার করে বলতে ইচ্ছে হয়
বন্ধ করো এই তামাশা, কিন্তু একটি শব্দও মুখ থেকে নিঃসৃত হয় না
আমার মুখ ততক্ষণে গলিত মাংশে লেপটে গেছে
যে শব্দ মনে কিম্বা বুকে অনুরণিত হয় আওয়াজ হয়ে
সে বাইরে আসে না কখনো, কোন এক অন্ধ গলিতেই
নিরন্তর ঘুরপাক খায়, স্থির এক চোখে আমি থ্যাতলানো সেই বিমূর্ত দেখি
সমান্তরালে বেড়ে চলছে, লাইক, কমেন্ট, এবং শেয়ার...
*******
রচনাকালঃ জানুয়ারি ২৯-৩০, ২০১৮
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৩