আর্ট অফ ডিসেন্সি
০৬.০২.২০১৭
তোমাকে ভালবাসি, এটাই সত্য
তোমার চোখের তারাতেই ঘুমিয়ে থাকতে চেয়েছি
আর সেটা রোদ কিম্বা বৃষ্টি হয়েই, বালি হয়ে নয়
বালিতে তো মুখ গুঁজে থাকে সারস
তবে কি সে বিহ্বল বিহঙ্গ কিছুটা নির্বোধ
কি করে তবে সে শুষে নেয় দুগ্ধের শুভ্র অংশ
সেকি তার আজন্ম লালিত বৈভব, নাকি অভিশাপ
তোমাকে ভালবাসি, এটাই সত্য
তোমার বুকেই চুপটি করে লুটিয়ে থাকতে চেয়েছি
আর সেটা কোন জ্যোতির্ময় নরম মাংসপিণ্ড কামড়ে নয়
উনুনের ধার ঘেঁষে নিমীলিত বিড়াল হয়েই
যদিও জানি সে প্রানীর জিভ লকলক করে
অন্তর্গত লোভের আগুনে ভাজা মাছের ঘ্রানে
তবে কি সে রিপুগ্রস্থ কোন অলস পশু বিশেষ
তোমাকে ভালবাসি, এটাই সত্য
তোমার ললিত কোমরের ভাঁজে নিভৃত হয়েই থাকতে চেয়েছি
আর সেটা মৈথুনোন্মুখ বিষময় বৃশ্চিক হয়ে নয়
তোমার শাড়ির পরতের উঠোনে বিছা হয়ে
আলগোছে পড়ে থাকার অভিলাষ আমার অনাদিকালের
সে বোধ আমাকে কেবল অকাল- ক্লান্ত করে তোলে
যদিও জানি তোমার অনতিদূর গভীর নাভিমূল আমাকে
বিছে পোকার মতো অহর্নিশ ফালাফালা করে তুলবে
আমার নিথর নীল শরীরটা কখন যেন
তোমার কানের দুল হয়ে চিকচিক করে ওঠে
তোমাকে ভালবাসি, এটাই সত্য
তোমার পায়ে পায়েই থাকতে চেয়েছি চিরকাল
আর সেটা নিক্কনময় নূপুর কিম্বা মল হয়ে নয়
তোমার পায়ের কিনারায় জড়িয়ে থাকা আলতা হয়েই
সারাদিন তোমার হেঁটে চলা পায়ের ধুলোর আড়ালে আড়ালে
ধুলো নাকি বিরক্তিকর এলার্জির পসরা
তোমার সুক্ষ্ম নাকের কুঞ্চিত তরুণাস্থির রহস্য
তোমাকে ভালবাসি, এটাই কেবল সত্য
তোমার প্রসারিত বিকেল হয়েই থাকতে চেয়েছি
সন্ধ্যার বাদুর হয়ে নয় একদম
সে কিম্ভূত বুঝি রক্ত চোষা হয়
নাকি উপুড় হয়ে ঝুলে থাকায় পারঙ্গম
তারই ডানার তৈলাক্ত আবর্জনা তোমাকে আহত করে
যে সোপানে শুরু সে আঙিনাতেই শেষ হয় গল্প, আমি জানি
মাঝখানে ক্লিবের মতো পড়ে থাকে ‘আর্ট অফ ডিসেন্সি’
কথাটি ফুরলে পরে নটে গাছটিও যে মুড়োয়
সে কথা জেনেও ভালবাসি, আর এটাই সত্য...
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ রাত ১:৫০