শিরনামহীন
*****************
তারপর
আমি নিমগ্ন হই-
যেন কলসের নীচের জলে ল্যাপটানো মাটিতে
স্যাঁতস্যাঁতে ঘরের কোণে অতি খেয়ালে চোখে পড়বে
ধীর ব্যাঙ কোন, ভেজা অন্ধকারেও কলসের গা ঘেঁসে
সে বুঝি লুকিয়ে থাকে
কোন পলির মতো নরম কোমরের ভাঁজের রেণু
লুটিয়ে থাকে ঐ কলসের নীচে
আমি তবুও নিমগ্ন হই,
যেন অলৌকিক শীতলতা নেমে আসে
আমাদের মৃত্তিকায়-
তারপর
আমি নিমগ্ন হই-
উল্টানো ঝাঁপির ফোঁকরে চোখ রেখে
উপরের দিকে ছুটে যাওয়া আলো দেখতে
কার না ভালো লাগে
আমি তবুও চৌকোণা ছিদ্র গলে
লুটিয়ে পড়া গোলাকার আলোতে
শুয়ে থাকি, কেমন বেড়াল মনে হয় নিজেকে
তারপর
আমি নিমগ্ন হই-
টলটলে জলের মাঝে বরাদ্দকৃত অক্সিজেনের সাহসে
ডুবে যাই আরও অনেক গভীরে
ফার্নের নরম অথচ সদা স্বকীয় পাতার নীচের
শ্যাওলায় কেমন স্থির হাহাকারের মতো অনাদিকাল ধরে
আমি নিমগ্ন হয়ে যাই
তারপরও
আমি নিমগ্ন হই
নিমজ্জিত হই
নিঃশেষ হই
অতঃপর----
একদিন ফুরিয়ে যাই---
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮