হলরুমে বসে এসির বাতাস খেয়ে মোটিভেশন নিলে সেটার ইফেক্ট বেশি সময় থাকে না। মোটিভেশন আসে বাস্তব জীবন থেকে। ঠেকে শেখাটা অনেক বড় শিক্ষা। জমায়েতে বসে গুরুত্বপূর্ণ তথ্য নেয়া যায়, মোটিভেশন নেয়া যায় না।
হয়ত কারো জীবনের মোটিভেশন থাকে তার কৃষক বাবা আর দরিদ্র পরিবারের প্রতি দায়িত্ব পালন। সেই ছেলেটা নিজের পরিবারের দুর্দশা লাঘবে ছাত্র বয়স থেকেই বিসিএস, জিয়ারি, টোফেলের প্রিপারেশন যেভাবে নেয়া শুরু করবে আরেকজন আরামে থাকা ছেলে সেমিনারে গিয়ে মোটিভেশন স্পীচ শুনেও সেভাবে গুরুত্ব দিয়ে সময়কে কাজে লাগাবে না।
আমার দেখা বেশিরভাগ বড় বড় পদের সিইও/প্রশাসনিক কর্মকর্তা/সমাজের উচু স্তরের মানুষ মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবার থেকেই এসেছে। এমনকি সাবেক মেয়র আনিসুল হক ও তার ভাইদের বড় হবার অনুপ্রেরণা ছিল তাদের সরকারী ছোট পদে চাকুরী করা বাবার স্বপ্ন ও নিম্নবিত্ত পরিবারকে হাল ধরার তাগিদ।
সোলাইমান, আয়মানদের মোটিভেশন শুনে কি আনিসুল হক, আতিউর রহমানদের মত ব্যাক্তি তৈরি হবে!! আমি নিজেও কনফিউজড।