অস্থায়ী এই পৃথিবীতে মানুষের আগমন একটি নির্দিষ্ট সময়ের জন্যে। সময় উত্তীর্ণ হলে তাকে এই জগৎ পরিত্যাগ করতে হবে। যদিও মানুষের চিরস্থায়ী আবাসস্থল পরপারে, তবুও মানব জীবনের এই জগৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই জগতে তার কৃতকর্মের উপর নির্ভর করে পরপারের সুখ-দুঃখ।
মানব জীবনের প্রধানতম উদ্দেশ্য তার আত্বপরিচয় লাভ করা অর্থাৎ নিজের সত্তাকে অনুধাবন করা। বস্তুগঠিত পৃথিবীতে চলার জন্যে এবং মানবের প্রকৃত সত্তার বাহক স্বরুপ তাকে নশ্বর দেহ প্রদান করা হয়েছে, যার মধ্যে অবস্থান করছে তার অবিনশ্বর আত্মা। এই আত্মিক সত্তাই মানুষের আসল পরিচয়। মানুষ যদি মৃত্যুর আগেই তার আত্মিক সত্তাকে অনুধাবন করতে না পারে, তবে মৃত্যুর পরে তা আর সম্ভব হবে না, যেহেতু মৃত্যুর সাথে সাথেই আমলের সম্ভাবনাও বন্ধ হয়ে যায়। তাই রাসূলুল্লাহ (দঃ) বলেছেন, "নিজেকে জানতে চেষ্টা কর"
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৮ রাত ৮:১৯