পরিবারের দায়িত্ব পরিবার পালন করতে না পারলে সেটা সমাজ আর রাষ্ট্রের উপর বর্তায়। ক্যান্সার ছোট অবস্থায় ট্রিট না করলে সেটা কাটার পাশাপাশি ক্যামো দিয়েও রুগী ভালো করা যায় না।
ছাত্র/কিশোর বয়সে উপার্জনহীন কেউ ৩০০ টাকা/পিস ইয়াবা কিনে সেবন করলে সেটা তার বাবা, মায়ের ব্যার্থতা। সেখানে রাষ্ট্র যখন এই ক্যান্সারের অপারেশন করে ক্যামোথেরাপী দিচ্ছে তখন সেই পরিবার/সমাজের উল্টো অভিযোগ করা মানায় না।
১০০% ফলো দ্যা প্রসিডিউর এ ত সাইন্সের এক্সপেরিমেন্ট ও সবসময় কাজ করে না, কিছু এডজাস্টমেন্ট এর প্রয়োজন হয়। আর ২৫০ বছরের পুরানো আইন ও বিচারব্যবস্থা দিয়ে শাস্তির মাধ্যমে সমাজ থেকে ইয়াবাকে নির্মূল করা যাবে না, কিছু এক্সট্রা এডজাস্টমেন্ট এর প্রয়োজন হয়।
রডরিকো দুতার্তে আমেরিকা, হিউম্যান রাইটস এর ধমক উপেক্ষা করেও আঙ্গুল বাকা করতে পেরেছিলেন। তাই ৩ মিলিয়ন ড্রাগ এডিক্টের দেশ ফিলিপাইন এখন আগের থেকে অনেক ভালো আছে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:১৮