এককালে মনে হত অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয় হাতে গোণা কয়েকটা কেন? এরা কি পড়াশোনা বাদ দিয়ে শুধু মাটি খুড়তেই ব্যাস্ত!!!
মেলবোর্নের ২য় আশ্চর্যের নাম Monash University. শহরের কলিন্স স্ট্রিট এ কাজে গেলাম, পাশের বহুতল বিল্ডিং এর গায়ে লেখা Monash University। শহরের বাইরে গেলে, ট্রেন দিয়ে যেতে যেতে কফিল্ডে দেখা যায় Monash University এর বিল্ডিংগুলো। অনেক দূরে গিয়ে ট্রেন থেকে নেমে বাসে উঠে আরো ৩০ মিনিট দূরের বাসস্টপে নেমে দেখি Monash University এর ক্যাম্পাসেই নামছি। সেখান থেকে কাজ শেষে আরো ৩০ মিনিট দূরের শহর গ্লেন ওয়েভারলির নির্দিষ্ট বাস স্টপে নেমে দেখি আবারো Monash University এর ক্যাম্পাসেই নামছি। ডানে-বামে-সামনে-পিছনে যেখানেই যাই যতদূরেই যাই শুধু Monash University। শুনলাম Monash University এর শাখা নাকি মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, ইটালি, ভারত আর চায়না পর্যন্ত বিস্তৃত।
২০/২৫ টা আলাদা আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় না করে এই শাখা খোলার ব্যাপারটা ভালো লাগছে। সব মিলায়ে মোনাশের ছাত্রসংখ্যা ৭০ হাজারেরও বেশি।
মেলবোর্নের ১ম আশ্চর্য RMIT তে ছাত্রসংখ্যা ৮৮ হাজারের বেশি ছাত্র। শাখার/বিল্ডিং এর হিসাব না বলাই ভালো। পুরোটা শহর জুড়েই RMIT.
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৮