৫ বছরের স্বপ্না অর্থের অভাবে প্যারালাইজড হয়ে যাচ্ছে
স্বপ্না বাঁচতে চায়। সবাই যেভাবে বাঁচে ঠিক সেভাবে। কিন্তু বাঁচবে কীভাবে? পাঁচ বছরেই প্যারালাইজড হয়ে যাচ্ছে স্বপ্না। সঠিকভাবে চিকিৎসা করতে না পারলে বলতে পারবে না কথাও।
নাকে নল দিয়ে খাবার দিতে চেয়েছিলেন ডাক্তার। সহ্য করতে পারেননি ওর মা। সহ্য করবেনইবা কীভাবে? চোখের সামনে শুধু টাকার অভাবে এ রকম একটি ফুটফুটে বাচ্চা প্যারালাইজড হয়ে যাবে এমনটি কখনোই ভাবেননি স্বপ্নার মা হনুফা বেগম। জমি থাকলে বিক্রি করে হলেও মেয়ের চিকিৎসা করাতেন। কিন্তু তা নেই। নেই কোনো আত্মীয়-স্বজনও যারা স্বপ্নার পাশে এসে দাঁড়াবে।
স্বপ্না বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তার জানিয়েছেন স্বপ্নাকে পুরোপুরি সুস্থ করতে হলে চিকিৎসার জন্য কমপক্ষে তিন লাখ টাকা খরচ করতে হবে।
স্বপ্নার পিতা মোহাম্মদ সাত্তার জানান, একটি ইঞ্জেকশনের দাম পঞ্চান্ন হাজার টাকা। পাঁচটি ইঞ্জেকশন দিতে বলেছেন ডাক্তার। মোহাম্মদ সাত্তার ফেরি করে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কলা বিক্রি করেন। এতে যে আয় হয় তাতে সংসারের খরচই চলে না। চিকিৎসার খরচ যোগাবেন কীভাবে? মোহাম্মদ সাত্তার ও হনুফা বেগম তাদের সন্তানকে সুস্থ করে তুলতে সাহায্য চেয়েছেন দেশবাসীর কাছে।
তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: হনুফা বেগম, সঞ্চয়ী হিসাব নং ২০৫০২০৪০২০১০২২৭০৬, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যাত্রাবাড়ী শাখা, ঢাকা। মোবাইল : ০১৮১৫৪৭৪৮৮২, ০১৭৩৫৭৬৬৮৯৮।