নদ ও নদীর পার্থক্য জানতে চাই।
আমি জানি যেসব স্রোতস্বীর নাম পুরুষবাচক তারা নদ, আর যাদের নাম নারীবাচক তারা নদী।
নদ : ব্রহ্মপুত্র, নাইল, হোয়াংহো, বিজয়, দামোদর।
নদী: গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা, মেঘনা।
এই মতের সাথে কেউ কেউ একমত হতে পারছেন না।
এ ব্যাপারে কিছু জানা থাকলে জানানোর অনুরোধ করছি।