উনার সব রায়ই দেখছি ঐ টাকার কাছে বাধা। তাই অজান্তে মুখ ফসকে বের হয়ে গেছে, প্রধান বিচারপতি হাত-পা বাধা অবস্থায় সাতার কাটছেন।
এর আগেও অনেক প্রধান বিচারপতি ছিলেন, তারা স্বাধীন মতই রায় দিয়েছেন, কেউই বলেন নাই সুপ্রিম কোর্ট হাত-পা বাধা অবস্থায় সাতার কাটছে। উনারা সবাই জানতেন সুপ্রিম কোর্ট সাংবিধানিক ভাবেই স্বাধীন। সরকারের কাছে বা কোন দলের কাছে হাত-পা বাধা নয়।
নিম্ন আদালত সম্পর্কে বললে কথাটা ১০০% ঠিক আছে। কিন্তু সুপ্রিম কোর্ট তো জন্ম থেকেই স্বাধীন। খায়রুক হক মাত্র ১০ লাখ ৩৭ হাজার ২৫০ টাকায় সুপ্রিমকোর্ট হাত-পা বর্তমান সরকারের কাছে বেধে ফেললেন!
খবরের সুত্র: Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ বিকাল ৫:৫৬