খবরটা পত্রিকার মাধ্যমে জানতে পাড়লাম। খবরটা পড়ার পড় মনে হল, সিঙ্গাপুরে দীর্ঘ দিন থাকার Experience দিয়ে আমার কিছু বলা উচিত।
সিঙ্গাপুর নারী গৃহকর্মী নিবে গৃহে কাজের জন্য। এখানে মুলত গৃহকাজ বলতে যা বুজায় বাচ্চা পালন, ঘরদোর পরিস্কার করা, বাজার করা, মাঝে মাঝে রান্না করা। সিঙ্গাপুর মূলত চায়নীজ অধ্যুষিত শহর। চায়নিজদের খাবার পদ্ধতি বাংলাদেশ থেকে পুরাই আলাদা। তারা যেহেতু অমুসলিম, তাদের অধিকাংশ খারার হারাম জনিষ মিশ্রিত থাকে। তাই আমাদের দেশের মুসলিম মেয়েরা ওখানে গিয়ে হারাম খাবার খেতে বাধ্য হবে যদি তাকে আলাদা রান্না করে খেতে না দেয়া হয় (সম্ভাবনা নেই বললেই চলে)।
সিঙ্গাপুরে রাস্তাঘাটে বেলাল্লাপনা তেমন একটা দেখা যায় না। কিন্তু বাড়িতে পুরাই অন্যরকম। চায়নিজরা (পুরুষ/মহিলা) বাসা বাড়িতে হাপ্যান্ট ও সর্টস পড়ে অভ্যস্ত। ফ্রী মিক্সিং এর ব্যাপারে ওদের তেমন কোন বাধ্যবাদকতা নেই। তাই যে কোন সময়ে গৃহ কর্তা কতৃক যৌন হয়রানীর স্বীকার হতে পারে। সিঙ্গাপুরে সাধারনতঃ ফিলিপিনো মহিলারাই গৃহকর্মী হিসাবে কাজ করে। ওরা নিজেদের ইজ্জতের ব্যাপারে মুসলিমদের মত স্পর্শকাতর নয়। ফলে ওরা গৃহ কর্তাকে যে কোন কিছুর বিনিময়ে খুশি করে। সাথে extra আয়ের জন্য সপ্তাহে একদিন (রবিবার) নতুন নতুন বয়ফ্রেন্ড এর সাথে কাটায়।
কি করা উচিত
সিঙ্গাপুরে ২০% এর মত মুসলিম বাস করে (মালে মুসলিম, তামিল মুসলিম ও বাংলাদেশী মুসলিম)। এখন বাংলাদেশী মেয়েরা যদি এই মুসলিম পরিবারে কাজ করে তাহলে হয়ত উপরোক্ত সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।
তাই এসব ব্যাপারে চিন্তা করে যে কোন সিদ্ধান্ত নেয়া উচিত।
Click This Link