সময়ের সাথে সংবিধান সংশোধনের প্রয়োজন হতেই পারে। স্বাধীনতার পর থেকে বহুবার সংবিধানের সংশোধীত হয়েছে। যতটুকু হয়েছে দেশের জনগনের জন্য, তার চেয়ে বেশী হয়েছে রাজনীতিবিদের স্বার্থ হাছিলের জন্য। তাই আমরা আশা করব, এবারের সংশোধন হোক জনগনের কল্যানের দিকে খেয়াল রেখে, দেশের উন্নয়নের দিকে নজর দিয়ে। যে দেশে খাদ্যের সমস্যা কম, জনশক্তির কোন ঘাটতি নেই, জালানীও আছে মোটামুটি প্রয়োজন মাফিক, খাবার পানির সমস্যা নেই বললেই চলে, সে দেশ কেন এত গরিব থাকবে?
এশিয়ার একটি দেশের কথাই বলি, যারা কোন খাবার উৎপাদন করতে পারে না, পানি কিনে আনে পার্শ্ববর্তী দেশ থেকে, জনশক্তিও আমদানী করে, গ্যাস ও তেল কিনে আনে মধ্যপ্রাচ্য থেকে,- সেই দেশকে বলা হয় এশিয়ার ইউরোপ। নিশ্চই বুজে ফেলেছেন, আমি কোন দেশের কথা বলছি, সেই দেশের নাম সিঙ্গাপুর।
আমাদের বাংলাদেশে এত কিছু থাকতেও আমরা কেন এশিয়ার গরিব দেশ হিসাবে থাকব? আমরা সবাই কি একটু ভেবে দেখব?
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৬