ইচ্ছে হবে,
ইচ্ছে হবেএকটি অতি দুষ্টু ছেলে,
আসবে, দেখবে, জয় করবে হেসে খেলে।
ইচ্ছে হবে মস্তবড় কল্পতরু,
হেঁইয়ো বলে তুলে দেব গাছে গরু।
ইচ্ছে হল,
ইচ্ছে হল স্বপ্ন দেখার অল্প আশা;
হেরে যেতে যেতে জীবন ভালবাসা।
ইচ্ছে হল বাগান ভরা গাঁজার গাছ,
স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিল শিবের নাচ।
ইচ্ছে ছিল,
ইচ্ছে ছিল আমার চরম বিফলতা,
ইচ্ছে মেরে বরণ করি বাস্তবতা।
ইচ্ছে ছিল শুকিয়ে যাওয়া তালের সারি,
দেয়না ছায়া, যায়না কাটা গড়তে বাড়ি।।