এই “আসিফ মহিউদ্দিনের” মুক্তি চেয়ে সবার চেয়ে বড় মুখ্য ভুমিকা রেখেছিলেন মির্জা “ফকরুল ইসলাম আলমগির” । জ্বি হ্যা শুনতে একটু অন্যরকম লাগছে কিন্তু সত্যি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আন্দোলনে অনলাইন নেত্রিত্ত দেয়ার অপরাধে “এতিম ভৌতিক সেনা সরকার” যখন তাকে ধরে নিয়ে আটকে রাখল জেলখানায়।
না আমি জানি স্যার এটা আপনার মুখের বুলি নয়, আমি বিশ্বাস করিও না যখন মির্জা ফকরুল বলেন “ এই তিন ব্লগারকে গ্রেফতার করে কি সরকার আই ওয়াশ করছে কিনা জনগনের, কিংবা আসল নেতা নাস্তিক ব্লগাররা বাদ পড়ে গেল কিনা সেটি আমরা দেখছি” এবং এখানেই নয় হেফাজতে ইসলামের মতন “আইয়ামে জাহেলিয়াত” এর আমলের একটি গ্রুপের সাথে “নৈতিক সমর্থন” দিবেন যাদের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে এখন ব্লগার হত্যা।
“৮৪ ব্লগার লিস্ট” “শুভ,মশিউর,রাসেল” “আইডি ক্যান্সেল ব্লগারদের” এসব ঘটনায় যখন ব্লগারদের রাস্তায় নামতে হল আজ বিকেল ৪ টায় তাদের অস্তিত্ব রক্ষায় তখন ওই অশিক্ষিত এবং মূর্খ কিছু মৌলবাদী জামাতি ইন্দন ও অর্থ মদদপুস্ট হুজুর যারা অনলাইন শব্দটি সম্পর্কে অজ্ঞ্যাত ,সেই তাদের সাথে মিলে যখন আপনি লংমার্চ এ সমর্থন দেন তখন আসলেই আপনার অবস্থান প্রস্নবিদ্ধ করে।
এই নাস্তিক ব্লগারদের কিছুটা চাপে রাখা প্রয়জন ছিল কেননা তারা ব্লগ লিখত না বরং গালাগালির ডিকশেনারি উপেন করেছিল যা আমাদের ইমান এর জন্য ছিল কষ্টদায়ক সহ্য করা। কিন্তু এটি আপনি কিভাবে জাস্তিফাই করবেন যে আওয়ামিলিগের মতন একটি দল যে স্যাকুলার রাষ্ট্র গড়তে চায় তারা ধর্মের নামে যখন এরকম একটি সিদ্ধান্ত নেয় তখন ব্লগার গ্রেফতারের তখন একটি কথাই মাথায় আসে সেটি হল “ভোটের রাজনীতি” ।
২০০৯ এর নির্বাচনে যুদ্ধঅপরাধীর ইস্যুতে এই ব্লগারাই আওয়ামিলিগের পাসে দাঁড়িয়েছে পরোক্ষভাবে। প্রত্যন্ত এলাকার চুরি,ডাকাতি,ছিনতাই, নারি নির্যাতন,ধর্মান্ধতা এসবের ঘটনা হয়ত মেইনস্ট্রিমে এড়িয়ে গেছে কিন্তু এরায়নি ব্লগারদের চোখ। তাহলে কি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ বন্ধ হয়ে যাবে? এখানেই কি তাহলে শুরু আমাদের পসচাদপদতা?
বাংলাদেশ “বাংলাস্থানে” পরিনত হবে এটি আমি কখনই মনে করি না কেননা আমাদের দেশের মানুষ ধর্মভীরু এবং প্রেমি কিন্তু ধর্মান্ধতা এইখানে টিকবে না। তবে আজকে আমাদের কাছে একটি জিনিস পরিস্কার সেটি হল আমাদের লক্ষ্য নির্ধারণ করা, আমাদের লক্ষ্য হউয়া উচিত জনগনের প্রতি আমাদের কথাগুলী নিয়ে আর রাজনৈতিক দালালি বন্ধ করা উচিৎ কেননা আসলে বিএনপি আর আওয়ামীলীগ দুটিই এক পার্থক্য নাই বললেই চলে,এরা কখনই আমাদের নয় আমাদের হতে পারেনা।