দেলোয়ার হোসেন সাইদি : একটি নামই নয় বরং ইসলাম প্রচারে আসলেই তার অসাধারন অবদান তা আসলেই অসাধারন।
সরকার আসলে বুঝে না নাকি বুঝার চেস্টা করে না নাকি আসলে তার নিয়তই খারাপ আল্লাহই জানে। এই এক সাইদির বিচারের দ্বারা আজ গোটা ট্রাইব্যুনাল একটি ভিসন ব্যাকফুটে অবস্থান করছেন।
আসলে কেন এই মরন লীলা? দেখুন কারা এই ছেলে গুলি? কিছু মাদ্রাসা আর গ্রামের ভোলাভালা মানুস তাইতো? আসলে কারনতা খুবই স্বাভাবিক, সেটি হল তাদের বিস্বাস এবং ভক্তি। ভাই গা দিয়ে পাহার ঠেলার চেস্টা করে লাভ হবে না। আর অবস্থা কিন্তু ভাল না আর আমাদের বিচারের অনুকুলেও না।
দেখুন অবস্থা হল এরুপ গ্রামে গিয়েছিলাম। মানুসের মুখে আজ সাইদি। কারেন্ট নাই, পানি নাই, রাস্তা ভাংগা, এরুপ বহু সমস্যা রেখে মানুসের মুখে কথা এইতাই যে সাইদি হুজুর আল্লাহর ওলী,ইস্লামিক আলেম আর বহু কথা। এটি ভাবার কোনই কারন নেই যে এরা বিএনপি অর জামাত, এরা সাধারন মানুস।
প্রথমেই সরকার ব্যারথ এইখানেই। দেখুন আমরা সাইদি সহ বাকি নেতাদের বিচার করছি একাত্তুরের তাদের কাজের জন্য ,একাত্তুরের পরবরতিতে তারা কি করেছেন সেটা আমাদের দেখবার বিসয় নয়। কিন্তু মানুসের চোখে তো সাইদির সেই ছবি যা মানুস দেখেছে এই বছরগুলিতে।
মানুস সরাসরি গজব ধালে মাননিয় প্রধান মন্ত্রিকে,আমি দুক্ষিত বাট এইতাই বাস্তবতা। আমরা তো আসলেই পারিনাই ওই ভয়ংকর চেহেরা গুলি সামনে আনতে। একেবারে সাধারন মানুসগুলির কথা আপনাকে সামনে আনতে হবে,তারা কি ভাবছেন।
সরকারের এই বিচারের বহু দুর্বল দিক প্রথমে দেখা না দিলেও আস্তে আস্তে দেখা দিচ্ছে। প্রোসিকিউসানের তো আসলেই কোন অবস্থান নেই বিচার পাড়ায়, আইনের পরিবরতন হচ্ছে বার বার, তথ্য উপাত্ত সংগ্রহে দুর্বলতা এবং যেটি সবচাইচে বড় সমস্যা সেটি হল জনমত গঠন।
হাস্যকর লাগে যখন শুনি আমাদের দেশের তরুন সমাজকে বলা হয় ফেইসবুক সমাজ। দেখুন এই তরুনদের মাঝেই বা কত শতাংশ মানুস এই ফেইসবুক বা ইন্টারনেট ব্যাবহার করেন বলুন?
এই শাহবাগ বা ইন্টারনেট ব্যাবহারকারিরাই গোটা বাংলাদেশের মত এটি আমি বিস্বাস করিনা এবং বাস্তবও না। আমাদের সময় হয়েছে এখন গনমানুসের কাছে যাওয়া যেখানে আমরা মানুসের কাছে বোঝাতে সক্ষম হব যে আসলে এই বিচার ইস্লামের বিরুদ্ধে নয় এই বিচার একজন অপরাধির বিচার যে চল্লিশ বছর পুরবে করেছে।
কিন্তু আসলে দুক্ষের কথা কি বলবো বিড়ালের গলায় ঘন্টা বাধবেন কে? আমাদের এম্পি মন্ত্রিগনতো এলাকাতেই যান না এই কাজ কি করবেন। তাহলে বলুন কিভাবে কি। একটি খুবই অন্ধকারময় একটি সময়ের দিকে যাচ্ছি ,শংকিত আসলেই।