আমরা আর কবে বুঝবো,স্বাধীনতার আজ ৪২ বছর পার হয়ে গেছে এখনো অশিক্ষা আর কুশিক্ষায় ভরে আছে গোটা সমাজ। দেখুন আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিন্তু শিক্ষায় বিভাজন দেখতে পাই এখনো এবং এই পসচাদপদ শিক্ষার সুফল গ্রহন করে একটি শ্রেণী এবং তারা কখনই চাইবে না তারা শিক্ষা দিক্ষায় এগিয়ে আসুক।
দেখুন উপর থেকে দেখলে কিন্তু হবে না একটু গভীরে যেতে হবে হবে বর্তমান আলেমদের কর্মকাণ্ডে। তাদের যেই জ্ঞ্যান চর্চা সেটি মুলত মাদ্রাসাভিত্তিক এবং আখিরাতের পথে যা আমি বলছি না খারাপ কেননা এই জীবনই শেষ নয় আমাদের পরকালের মুক্তি প্রয়োজন। কিন্তু এতে করে তাদেরকে সহজেই মেনিপুলেট করা যায় বিভিন্ন স্বার্থ উদ্ধারে। যেমনটি এখন হচ্ছে ব্লগারদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল ব্যাবহার করছে আমাদের আলেম সমাজকে।
“দেখুন তারা বলছে ব্লগার একজন ব্যাক্তির নাম আর সেই ব্যাক্তি নাস্তিক” তাহলে বুঝুন যে আসলে তাদের মুলত কোন জ্ঞ্যান নেই বরং তাদেরকে যেই ভাবে ব্রেইন ওয়াশ করা হয়েছে তাতে করে তাদের আর ফেরত আসার কোন অবস্থা নেই তাদের অবস্থান থেকে। কিন্তু আপনি আমি কিন্তু বুঝি এক রাজিব এই আন্দলননের একেবারেই বিন্দু একটি অংশ ঠিক আপনার বা আমার মতন।
কিন্তু আমাদের বুঝতে হবে এই “মিশন চিটাগাং” কামব্যাক এর দায়িত্ব কি শুধুই হেফাজতে ইসলামের নাকি সরকারও ব্যর্থ হয়েছে। সরকার কেন একটি পূর্ব ঘোষিত একটি সমাবেশে নিরাপত্তা দিতে পারলেন না। আর এটি তো আমি মনে করি প্রজন্ম চত্বরের ও ব্যর্থতা যে আপনারা শো খানেক মানুষের কথা শুনে আর ধমক খেয়ে ফিরে আসলেন ।
মখা আলমগির বিএনপির অফিসের সামনে এক হাজার পুলিশ আর র্যাঅবের সমাগম ঘটিয়ে ইচ্ছাকৃতভাবে অফিস ভাংচুর করেন আর জাতীয় নেতাদের গ্রেফতার করতে পারেন যেখানে কম পক্ষে লাখ খানেক মানুষের সমাগম প্রতি দিন হয়। আর আপনি একটি গনতান্ত্রিক অধিকার একটি সমাবেশের নিরাপত্তা দিতে পারেন না। এর মানে কি আপনি সিলেক্টিভ ভাবে কাজ করেন,আপনার কার্যকলাপ হল গনতন্ত্রের বিরোধী আর বিরোধী দলে দমনে ব্যাবহার করা। [/su
আমাদের ধর্মের মতন আমাদের প্রাণের দাবী যুদ্ধ অপরাধীর বিচার আমাদের আলেম সমাজ কি সেটার বিষয়ে ওয়াকিবহাল নাই ? এই প্রাণের দাবীর মাঝে এসে জামাত শিবির নিজেই আজ নাজেহাল সুতরাং আমাদের আলেম সমাজের প্রতি আমাদের আবেদন থাকবে এই দাবীর মাঝে আসবেন না। হ্যা ধর্মকে আঘাত করা হয়েছে তবে এই প্রজন্ম চত্বর সেটির দায় ভার দেয়া বড়ই হাস্যকর।
এই সফর হবেই,হতেই হবে কেননা জামায়াতের সরজন্ত্র এবং আলেম সমাজের দুর্বলতার সুযোগ নিয়ে যুদ্ধ অপরাধীদের বিচারে জন সংযোগ কোন রুপেই মেনে নেয়া যায় না এবং বাংলার মুসলিম সমাজ এইটি কোন রুপেই মেনে নেয়া হবে না।