আজ তোমার সাথে।
মনের ভেতর কতশত রঙের মেলা
আঁকতে জানিনা যে তোমায় এঁকে দেখাব।
অস্থিরতায় বসে ভাবছি শুধু
কথার মালা গাঁথি কোন সে সূতোয়
শব্দ গুলো কিভাবে সাজাই!
অস্থির প্রকৃতি তোলপাড় চারিদিক,
তবে কি প্রকৃতির
আজ আনন্দ- উচ্ছাস?
নাকি এত দিনের গুমড়ে মরা অভিমান আমার?
পাখিটা আজ কি যেন বলে যায়...
এ দেখি তোমার কথাই বলছে সবাই!
এইতো তুমি!
আমার সেই তুমিইতো?
একটু কাছে আস,
মুখটা ছুঁয়ে দেখি..
ভিঁজে আছে মুখটা তোমার,
বৃষ্টির ঝাপটা.. চোখের পানি..
সব মিলিয়েই এই আমার তুমি।
কতগুলো প্রহর.. কত অপেক্ষা...
অবশেষে আজ তোমার দেখা।
পলকেই যদি তোমায় হারাই
যদি আবার হাজার বছর দেখা না পাই
যদি আবার.... না.. না.. একবারও না
জড়িয়ে ধরি
বুকে মুখটা লুকাই।
এভাবে ছেড়ে যেতে নেই
যেওনা আর কোনো দিন....
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৬