তোমার অধর সুধা আমার আকণ্ঠ তৃষ্ণা,
এ যেন মিটবার নয়।
তুমি নৈরাশ্য আমি আশাহত,
তোমার দৃষ্টিপট আমি সম্মোহিত।
তোমার ভালবাসা এ এক অযাচিত প্রেমময় আকাঙ্ক্ষা,
তুমি নেই,তুমি ছিলে না
তবুও তোমার তৃষ্ণা আমার চোখে।
মৃদু প্রকম্পিত দু'ঠোঁট ভরা বিরহী কাব্য,
তোমার বর্ণে গন্ধে নেশা,
বাক্যজুড়ে উজান উন্মাদনা।
আমি মাতাল হই তোমার সে বর্ণ ও গন্ধে।
আমি চাতক হব আমার বুক ফেটে যাবে তৃষ্ণায়,
একফোঁটা প্রেমের অভাবে চারদিকে ধু ধু মরুভূমি।
তখনও তোমার অধর জুড়ে প্রেমপূর্ণ
শান্ত শীতল জলাশয়, প্রশান্তির স্রোতধারা।
" তৃষ্ণা "
© পার্থ সারথী রায়