হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠলেন আলো খুজচ্ছো,আলো?
সোনালী রং এর আলো?
অন্ধকার রাত্রি, ক্লান্ত চোখ,ব্যর্থতার গল্পে ভরে ওঠা দীর্ঘশ্বাস।
আছে ঝিঁঝিঁপোকার একঘেয়ে আর্তনাদ।
আলো ছুটে যায় আঁধার চেপে ধরে।
আমার বিবাগী প্রেম খুঁজে পায় চোরা গলি।
তারপর হঠাৎ,
আমি দেখি আলতা পায়ে নূপুর পড়ে চলেছিলে গভীর অন্ধকারে,
সেই দিন সব শেষ হয়ে গিয়েছিল হিম ঘরের অন্ধকারে।
.......................
.......................
বিবাগী প্রেম
© পার্থ সারথী রায়
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮