নতুনের আহ্বান
এনেছি আমি আজ তোমাদের তরে
নতুন বার্তা এক প্রাণের ভিতরে;
প্রভাতে যেমন হয় নতুন সূর্যোদয়
তেমনি ছড়িয়ে যাবে সারা বিশ্বময়-
নতুন এ বাণী মোর আগামীর তরে
সকলেই যেচে নেবে প্রাণের ভিতরে।
প্রেমের আলোতে দেখে নেবে মুখ
দেবে নেবে প্রেম সবে হবে না বিমুখ।
পুরানো ছড়ানো যা মিথ্যা ও মেকি
আমার বাণীর... বাকিটুকু পড়ুন
