"মুরগির সঙ্গে এ কেমন শত্রুতা!" শিরোনাম দেখে খবরটা বিস্তারিত পড়লাম। গভীর রাতে দুস্কৃতিকারীরা একটি খামারের বেড়া কেঁটে প্রায় দেড় হাজার মুরগি পিটিয়ে মেরে ফেলেছে । আরো একটি শিরোনাম দেখলাম "গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!"শিরোনামের ন্যায় এর কাহিনীও অনেকটা একইরকম। এই ধরনের খবর নতুন কিংবা অবাক করার মত নয়। কয়েক দিন আগেও বিষ প্রয়োগে গরু মেরে ফেলার ঘটনা ঘটেছে. ২০০০ এর মত হাঁস মেরে ফেলা হয়েছে বিষ দিয়ে।
কতটা নিচে নামলে মানুষ এই ধরনের জঘন্যতম কাজ করতে পারে ,আমার জানা নেই।
কতটা ধৈর্য ,পরিশ্রম ,অর্থ আর সময় ব্যয় করে মানুষ এই ধরনের খামার গড়ে তোলে, তা শুধু যারা যারা করেছেন তারাই বুঝতে পারবেন। সারাজীবনের সপ্ন, পরিশ্রম কয়েক মুহুর্তের মধ্যে আফসোসে রুপ নেয়।
শত্রুতার জেরে কারো জীবিকার পথে আঘাত করে পুরো পরিবারকে পথে নামিয়ে দেওয়া নিঃসন্দেহে ছোটোখাটো অপরাধ নয়।। নিরীহ জীব গুলোকে যারা নিষ্ঠুর ভাবে হত্যা করতে পারে তাদের কাছে অবশ্য এধরনের অপরাধ কিছুই না।
যারা প্রতিহিংসা কিংবা ক্রোধের বশে এইসব করেন তাদের মানসিক অবস্থা সম্পর্কে সন্দেহ থেকেই যায়।
শত্রুতার জেরে হোক আর অন্য কোনো কারনেই হোক , এই ধরনের কাজ যে কতটা ঘৃণ্য ও লজ্জাজনক তা বোধ হয় এই জানোয়ার গুলো ছাড়া কোনো ৫ বছরের বাচ্চাও উপলব্ধি করতে পারে।
এই ধরনের জানোয়ার দের কি শাস্তি দিলে সঠিক বিচার হবে তা জানা নেই। তবে এদের জানোয়ারের সাথে তুলনা করলে বোধ হয় জানোয়ারও লজ্জা পাবে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:১২