-আচ্ছা কেরামত, তোর সপ্ন কি ?
-আমার সপ্ন আমি একটা ডিম কিনব। সেই ডিম থেকে বাচ্চা হবে। বাচ্চা বড় হয়ে ডিম পাড়বে ,সেগুলো থেকে আবার বাচ্চা ,এরকম করতে করতে আমার একটা বিরাট মুরগীর খামার হবে। তারপর গরু কিনব। গরু থেকে বড় গরুর খামার হবে। এভাবে পর্যায়ক্রমে ঘোড়ার খামার, ঊটের খামার হবে।
-তার পর কিছু নাই?
-আছে তো। তারপর প্রাসাদের মত বাড়ি বানাবো। সুন্দরি এক মেয়েকে বিয়ে করে ঘর সংসার করব। ছেলে মেয়ে হবে। নাওয়া খাওয়া ভুলে আমি সারাক্ষন আমার ব্যাবসা নিয়ে ব্যাস্ত থাকব।। কোটি কোটি টাকা আয় হবে। বউ বাচ্চারা আমার কাছে একটু সময় চাইবে। কিন্তু তাদের দেওয়ার মত সময় ত্থাকবে না। শুধু মাথা ঝাকিয়ে বলব না।
(যেই কেরামত মাথা ঝাকিয়ে দেখাতে গেল,অমনি তার মাথায় থাকা মালিকের জের ভর্তি তেল মাটিতে পরে লন্ডভন্ড হয়ে গেল।)
- হায় হায় কেরামত কি করলি? আমার সব তেল গেল!
-ধুর মিয়া ,থামেন আপনে। আপনার তো শুধু তেল গেল। আর অইদিকে আমার ঘোড়া, গরু ,বিবি ,বাচ্চা সব গেল
((এই গল্পে টুইস্ট ফুইস্ট কিচ্ছু নাই। শুধু "ব্লগারস ব্লক" কাটানোর জন্য আবোল তাবোল পোস্ট করলাম))
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:২৯