-- থেমিস রে চিনেন ভাই?
-- থেমিস!! অইডা আবার কেডায়?? ক্যান,কোনো আকাম কুকাম কইরা আবার এলাকা ছাড়ছে নাকি??
কোনো এক সাধারন খেটে খাওয়া মানুষকে থেমিস সম্পর্কে জানতে চাইলে এরকম কিছুই আশা করা যায়। দেশের ৫ শতাংশ মানুশ এই থেমিস রে চিনে কিনা সন্দেহ আছে। কিন্তু হুদা হুদা যারা গলা ফাটাইতেছে তাদের বিরুদ্ধে কিছু বলার নাই।
আমার মত সাধারন মানুষের কিছুই আসে যায় না এই থেমিস থাকা না থাকায়।
শুধু হাইকোর্ট কেন ?, লো কোর্ট, মিড কোর্ট ,লাল কোর্ট , নীল কোর্ট যত কোর্ট আছে, তার সামনে থেমিস না ,থেমিস এর চৌদ্দ গুস্টির মুর্তি থাকলেও আমার যেমন কিছুই যাবে আসবে না। তেমনি থেমিস সহ অপরাজেয় বাংলা কিংবা বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ সব যদি একেবারে ধুয়ে মুছে বুড়িগঙ্গায় ফেলে দেয়া হয়, তাতেও আমার চুল পরিমান ভ্রুক্ষেপ হবে না । এর পক্ষে বিপক্ষে কে আন্দোলন করল না করল তাতো অনেক পরের বিষয়।
সাধারন মানুষের হাইকোর্টে যাওয়ার কোনো শখ নাই। আর সেখানে ন্যায়ের প্রতীক, হিসেবে থেমিস থাকবে না কচ্ছপ থাকবে কিংবা আমার ভাস্কর্য থাকবে সেগুলো অনেক পরের খবর।
সামান্য একটা ভাস্কর্য সরিয়ে যদি কোনো অপ্রিতিকর ঘটনা কিংবা রক্তপাত ,জ্বালাও পোড়াও বন্ধ রাখা যায় সেখানে দোসের কি আছে!!!
যারা মুর্তির পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলন করতেছেন ,তাদের বলছি আপনারা সাধারন মানুষের কোনো বিষয় নিয়া কখনো আন্দোলন করেছেন???
বিচার না পেয়ে বাপ মেয়ের আত্মহত্যা কিংবা হাওরে প্লাবিত কৃষকের পক্ষে কোনো আন্দোলন করেছেন???
আপনারা এমন বিষয়ে আন্দোলন করেন যেগুলা সাধারন মানুষের অ্যান্টেনার কয়েক মাইল দূর দিয়া চলে যায়। এমনকি নেটওয়ার্কে একটু বারি দিয়াও যায় না।
এখন আসল কথা হইল, আপনাদের সাথে আন্দোলন করলে কি আমার কোনো লাভ হইব? যদি হয় তবে আমিও যোগ দিব আপনাদের আন্দলনে।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৪