শুরুতেই এই ছাতার হাসি।
কারো মেজাজ বিগড়ে দেয়ার জন্য এই দুইটা ইমোজিই যথেষ্ট।
আপনি লিখলেন Hi । কিছু মানুষ লিখবে Hiii..............
এসকল মানুষ ফেসবুকে কাজ করে এবং এদের হাতে অত্যধিক সময়।
কিছু প্রানী আছে, সারাদিন রাত ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। যখন ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো ব্লক করে দেয় , তার পরেও এরা হার মানে না ।
তখন বড় বড় পেজে গিয়ে ভিক্ষার হাত বারাইয়া দেয়। "অ্যাড মি। আই আম ব্লকড।"
কিছু পেজ বা গ্রুপ আছে যারা আমজনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। "লাইক ফর নরেন্দ্র মোদি, কমেন্ট ফর ছাগলের লাদি"
যেখানে স্পষ্ট লেখাই আছে মোদিকে ভোট দিতে চাইলে লাইক দিন আর ছাগলের লাদি কে ভোট দিতে চাইলে কমেন্ট করুন , তার পরেও কিছু প্রজাতি আছে কমেন্ট এ গিয়ে লিখবে নরেন্দ্র মোদী।
কিছু মানুষ ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় আকীকা ছারাই নিজের নামের পরিবর্তন করে।
এই যেমন ধরেন , ধর সাইকেল মুতে আসি , কঠিন বাতাসে লুঙ্গি আকাশে , লুঙ্গির তলে আগুন জ্বলে , ভি আই পি বাপের থ্রিজি পোলা , পাতলা পায়খানা , সানি লিওনের ক্যামেরাম্যান , চুপ কথা বলা যাবে না , ঝুলন্ত হাগু , নুনু বাকা , নিউটনের নাতি ইত্যাদি কত কি...।
আপনি কি জানেন ,কুকুরও ফেসবুক চালায় ?????
বিশ্বাস হয় না? আসুন।
ফেসবুকে একটা আবাল মার্কা পোস্ট করুন , "আপনি ছেলে হলে হা হা রিয়েকশন , মেয়ে হলে ভালোবাসা রিয়েকশন, আর কুকুর হলে লাইক দিন।"
কিছু সময় অপেক্ষা করেন দেখবেন অনেক কুকুর পেয়ে যাবেন।
কিছু কিছু মানুশ বড় বড় পেজে পোস্টের অপেক্ষায় থাকে। সেখানে পোস্ট হবার সাথে সাথেই সুবৃহৎ অপ্রাসাংগিক ইতিহাস তুলে ধরে।
কিছু কিছু মানুষ সারাদিন গেম খেলতে আমন্ত্রন জানায়। ((ভাই আমি খেলব না। তুই আমারে মাফ কইরা দে।))
এছারা মোবাইল ভিত্তিক বিজ্ঞাপন, জামা কাপর পড়া শেখানো , অশালিন ভাষার ব্যবহার এগুলা না হয় বাদই দিলাম।
কিছু মানুষ আবার সবার ছবিতে একই কমেন্ট করে। ডোনাল্ট ট্রাম্পের ছবিতেও Nice pic , শেখ হাসিনার ছবিতেও Nice pic, হিরো আলমের ছবিতেও Nice pic, কাউয়ার ছবিতেও Nice pic.
কিছু মানুষ আবার খাবারের ছবি আপলোড করে। এইসব ছবি দেখে মানুশ মনে মনে গালি দিয়ে চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করে দেয়। তারপরেও এরা মজা পান।
কিছু আপা আছে মাঝে মাঝে খাবারের ছবি দিয়ে আজব আজব নাম দিয়ে আপলোড করেন।
এরপর ক্যাপশনে লিখেন জিবনে প্রথম "phunsukh wangdu" বানাইলাম", কিংবা আমার বানানো "ছাগলের মুতের হীটলারি জুস"।
কমেন্টে সবাই ইয়াম্মি,জোস ,অস্থির বলে আওয়াজ তোলে।
এদের গালি দিলেও গালির অপমান করা হয়।
কেউ কেউ কমেন্ট এ এসে লাইক দেয়। আবার কেউ কেউ কমেন্টে এসে কমেন্ট করে "NO COMMENT"
কেউ কেউ আছেন একবারে ২০ টা ৩০ টা অপরিচিত মেয়ে সিলেক্ট করে। তারপর একই লেখা ইনবক্সে পাঠায় । এর মধ্যে কেউ রিপ্লাই দিলে তার সাথে গ্যাজানো শুরু করে ।
কিছু মানুষ বিনা অনুমতিতে বিভিন্ন গ্রুপে অ্যাড করে। আপনি নোটিফিকেশন পেয়ে বের হয়ে গেলেন। কিন্তু এরা আপনাকে খুজে বের করবেই। আবার অ্যাড করবেই।
কিছু কিছু জীব ফ্রেন্ড লিস্টে ঢুকেই ৪০ ৫০ টা পোস্টে লাইক দিয়ে নোটিফিকেশন এর বন্যা তৈরি করে। কেউ কেউ আবার বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েই নিজের জানান দেয়ার জন্য এই পন্থা অবলম্বন করেন।
কিছু মানুষ আবার সব পোস্টেই হা হা রিয়েকশন দেয়।।
যেমন ভাত খেলাম ...হা হা।
আয়নাবাজি অসাধারন সিনেমা......হা হা
জ্বর আসছে..........হা হা।
আমার ক্যান্সার.........হা হা।
কেউ কেউ আবার কমেন্টেই কথপকথোন শুরু করে দেয়।
----কিরে কেমন আছস?
----এইত ভাল
----কোথায়?
----বাসায়।
----গরু কিনছো??
.............................
কিছু মানুষ ফেসবুক কে হাত পাতার অস্ত্র হিসেবে ব্যবহার করে।
ফ্রেন্ড লিস্টের কেউ নাম মাত্র মুল্যে কম্পিউটার বিক্রি করবেন????
দাদা ,ফ্রেন্ড লিস্টের কারো কাছে কি দুটা বালিশ হবে??
এরকম কত শত যে আজাইরা বাজাইরা জিনিস আছে যা জুকার ফেসবুক প্রতিষ্ঠার আগে ভুলেও কল্পনায় আনেন নি।
বাঙালি যে ফুলপ্যান্ট কেটে আন্ডারওয়্যার হিসেবে ব্যবহারে সুদক্ষ তা ফেসবুকের বহুমুখী ব্যবহার থেকে আবারো প্রমানিত।
credit: RnaR
https://www.youtube.com/watch?=s3dP1-HemkE
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৮