হাতির বাচ্চা যদি হাতি হয় , বিড়ালের বাচ্চা যদি বিড়াল হয় আর গাধার বাচ্চা যদি গাধা হয় , তাহলে ইলিশের বাচ্চার নাম ঝাটকা কেন ??
এই প্রশ্ন নিয়ে ইলিশ দলপতি মনুষ্য রাজার কাছে আসলেন। তিনি অভিযোগ করলেন যে এটা ইলিশ সমাজের জন্য খুবই অপমানজনক ।
---"আসলেই তো ইলিশ ভাইয়ে ঠিকই বলছে , বড় ভাবনার বিষয়।
নাহ , এইটা নিয়া আবার তদন্ত করা দরকার। কি বলেন আপনারা ??" মনুষ্য রাজা সহকারিদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন।
--- হ্যা , হ্যা, রাজামশাই ঠিকই বলেছেন"। বলে রাজার সিদ্ধান্তকে স্বাগত জানাল তার সহকারিরা।
---"ইলিশ সাহেব তাহলে কালকে আপনি আসুন ,আমি কাল একটা মিটিং ডাকব সেখানেই আপনি আনুষ্ঠানিক অভিযোগ করিয়েন।" রাজামশাই আশ্বস্ত করলেন।
ইলিশ সাহেন মানুস্য রাজার নম্র ব্যবহারে খুশি হয়ে ফিরিলেন।
ইলিশ কে বিদায় করে রাজা তার বুদ্ধিজিবিদের নিয়ে আলোচনায় বসলেন , কিভাবে ইলিশ কে বুঝিয়ে সুজিয়ে চুপচাপ রাখা যায় তা নিয়ে । হুমকি ধামকি দেয়া যাবে না,যদি বিদ্রোহ করে বসে!!!
পরের দিন যথারীতি ইলিশ তার সহকর্মীদের নিয়ে হাজির হয়ে আলোচনায় অংশ নিলেন।
প্রথমেই এক বুদ্ধিজীবী যুক্তি দিলেন "যেই কারনে মানুষের বাচ্চাকে শিশু বলা হয় সেই কারনেই আদর করে তোমাদের বাচ্চাকে ঝাটকা বলা হয়।"
কিন্তু তোমরাও তো আমাদের সমগ্র মৎস্য বাচ্চাকে পোণা বলে থাক। কিন্তু তারপরেও শুধু ইলিশের বাচ্চাকেই বাচ্চাকে ঝাটকা বলো কেন?? "ইলিশের উত্তর।
আরেক বুদ্ধিজীবী বললেন, "তোমরা ছোট বেলায় ঝাকে ঝাকে থাকো তাই ঝাটকা বলা হয়।"
"কিন্তু প্রায় সব মাছের বাচ্চারাই ঝাকে ঝাকে থাকে , কিন্তু তাদের তো ঝাটকা বলা হয় না ??" যোগ করল ইলিশ।
নাহ। এই পুঁচকে ইলিশের সাথে তো পারা যাচ্ছে না । রেগে মেগে কিছু বুদ্ধিজীবী সংগ্রামি শ্লোগান দেওয়া শুরু করলেন, "ঝাকে ঝাকে ঝাটকা, কারেন্ট জ্বালে আটকা। ঝাটকার আস্তানা , ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও।"
বয়স্ক বুদ্ধিজীবী এবার ইলিশকে বুঝাতে শুরু করলেন , "দেখ , তোমরা পুঁচকে ইলিশ, নামের জন্য আমাদের নামে অভিযোগ করছ।তোমাদের থেকে বহুগুন স্থুল জাত গরুর বাচ্চাকে বাছুর বলি আমরা । তারা কখনোই অভিযোগ করতে আসে নাই। আর তোমরা ইলিশ ...???
ভদ্রতা শেখা উচিত তোমাদের গরুর কাছ থেকে।""
ইলিশ জাতি লজ্জিত হয়ে ফিরে গেল। তারা আবার মানুস্য জাতের তীক্ষ্ণ বুদ্ধির কাছে হেরে গেল।
কিন্তু মানব জাতি চিন্তিত হয়ে পড়ল। তারা আর শান্তিতে থাকতে পারছে না । তারা যদি গরুর সাথে হাত মিলায়? প্রকৃতির অন্যশক্তি যাদের মানুষ দমন করে রেখেছে তাদের সাথে নিয়ে বিদ্রোহ করে???
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৫