আমি কি খারাপ কিছু করতাম!
নিশ্চয়
আমারতো এগুলো করার কথা না
আমাকেতো এর জন্য পয়সা দেয়া হয়না
এইযে গতকাল ২ সেরি (১-১/২সের মাইনাস ধরে নিতে হবে) ইলিশটাকে সর্ষে দিয়ে মাখামাখি করে মুখে পুরে সুখী সুখী ভাব নিয়ে ঘুমুতে গেলাম তা কি হালাল হলো?
কখ্খনো নয়?
অফিসের কাজ ফেলে সারাদিন ব্লগে বুঁদ হয়ে থাকলে মাস শেষে প্রাপ্ত পয়সার সবটাই হারাম। কবরে যখন এগুলো সাপ হয়ে কামড়াবে তখন ..........
ওরে বাবা
তাহলে অফিসে ব্লগিং ছেড়েই দেই। যে কাজ করার জন্য অফিস পয়সা দেয় ,তা ই করি।
তারপর.....................কর্মঘন্টার প্রতিটি মিনিট হালাল করার তীব্র চেষ্টা....ফলাফল লাঞ্চ করারও সময় পাইনা। অফিস থেকে বেরোতেও দেরী হয়।
এমনটাতোও হওয়ার কথা নয়
ঘটনা তাহলে এ...ই। আমার কর্মলিপ্প্সিার খবরে বাকী সবাই ফেস বুকিং ( কেউ হয়তো ব্লগিংও) লাইভ আড্ডার ফুরসত পেল। আর তাদের কাজ ধীরে ধীরে আমার ঘাড়ে.......
তারপর .......................রাত পেরোলে বুদ্ধি খোলে
অফিসের কাজকে ক্রস ফায়ারে দিয়ে আবার ব্লগিং-এ ঘোরাঘুরি......
আমাকেতো এ কাজের জন্য অফিস পয়সা দেয়না..........আমিতো আবার হারাম খাওয়া শুরু করে দিসি
আরে রাখ তোর হালাল হারাম আর নৈতিকতা
ধরে নেয়া যাক ব্লগিং এর জন্যই অফিস আমাকে পয়সা দেয়
আজ থেকে আমি পেইড ব্লগার
হ্যাপি পেইড ব্লগিং
........মু...হা....হা......................