শিয়ালটির সাথে আবার দেখা হবে কখনো ভাবিনি। দেড় যুগতো হবেই! কিছু কম বেশি হতে পারে। করার মতো কিছু খুঁজে পাচ্ছিলামনা দুপুর থেকে। টিভিতে পুরনো আমলে কি যেন একটি মুভি চলছে। শুরুতে তেমন ইন্টারেস্ট পাচ্ছিলামনা। একসময় মুভিটি শেষ হল আর আমি বজ্রাহতের মতো সোফাতেই বসে রইলাম। এরকম টান টান স্পাই থ্রিলার মুভি হতে পারে মাথায় ঢুকছিলনা। থ্রিলারে তখন দৌড় ছিল বড়জোর জেমস বন্ড (হামেস বন্ড বললে কি ভুল হবে
) পর্যন্তই। এক টিকিটে দুই ছবির যুগে ভালো মুভি দেখার সুযোগই বা কই। কিন্তু বিটিভিতে মুভ্যি অব দ্য উইকে এরকম দুর্দান্ত ছবি। তাও তো প্রথম দিকে অনেকটা মিস করেছি। ফলশ্রুতিতে মুভিটির নামই জানতে পারলামনা। ২য় দফায় তব্দা খেলাম কাজীদার বইয়ে। রানার বিখ্যাত কিছু বই অনেকদিন থেকে সেলফে পড়ে থাকলেও পড়া হইনি। বিখ্যাত শুনলে কেন যেন পড়ার আগ্রই পাইনা। একদিন পড়ার মতো কিছু না সেরকম একটি বইই টেনে নিলাম। আবার বজ্রাহত! আরে এতো দেখি সেই মুভির কাহীনি। দাড়ি কমা পুরাই মিল। শুধু মুভির এসাসিনেটরের নেগেটিভ রোলকে কাজীদা রানার জন্য পজিটিভ করে দিয়েছেন। কিন্তু সেই মুভিটি কোথায় পাই
, নামটা জানা থাকলেও না হয় একবার চেষ্টা করা যেত।
তারপর সীন নদীতে অনেক জল গড়িয়েছে। ইন্টারনেটের কল্যানে মুভি ফুভি নিয়ে কান্নাকাটির যুগ বহুত আগেই শেষ। কিন্তু কেমনে যেন সেই মুভিটির কথা আর মনে পড়েনা। ঈদের ছুটিতে ভাবলাম দুর্দান্ত স্পাই থ্রিলার দেখলে মন্দ হয়না। অমনি ক্লিক ক্লিক ..ঝাপিড়ে পড়লাম নেটে। বেস্ট স্পাই থ্রিলার মুভি লিখে এন্টার মারতেই বিশাল লিস্ট, স্ক্রল করে একটু নিচে নামতেই পোস্টারটা কেমন যেন চেনা চেনা লাগছে। সিনোপসিস পড়েই দিগ্বিজয়। অবশেষে শিয়ালটির খোঁজে দেড় যুগের অবসান। ডাউনলোডের পর চেক করতে গিয়ে আতকে উঠলাম। এদেখি রঙিন! ধরা খেলাম নাকি? একটু টেনে টুনে দেখে নিশ্চিত হলাম ভুল হয়নি। সাদা কালো টিভিতে দেখে আমার নিউরণে মুভিটির সাদাকালো প্রিন্টই রয়ে গেসিল। যারা স্পাই থ্রিলার পছন্দ করেন তারা দেরি না করে এখনই
নামিয়ে ফেলেন । ওহ্ মুভিটির নামটিইতো বলিনি এখনো.........
দ্য ডে অব দ্যা জ্যাকেল ।
আইএমডিবি রেটিং-৭.৮
উইকি ঘেটে জানলাম মুভিটি ইংলিশ রাইটার ফ্রেডেরিক ফরসিথ এর থ্রিলার উপন্যাস দ্য ডে অব দ্যা জ্যাকেল থেকে রূপান্তর। আর কাজী দা আরো এক কাঠি বেড়ে দুই পর্বে শেষ করেছেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৯:০৩