গ্রীবার সড়ক ধরে উন্মত্ত ট্রাক
ছুটছে ছুটছে
আর পেছনে ক্রমাগত সরে যাচ্ছে কানের মাকড়িতে
ঝুলন্ত বিলবোর্ড
আমি হেঁটে যেতে যেতে দেখি প্রবহমান এই শহরের স্রোত
তোমার ঠোঁটের মত লোভনীয় ও নির্জীব
অথচ এমন কথা তো ছিলো না
এমন কিছু দেখবো বলে তো আসিনি
নাকের ডগায় বসে প্রিয় গানের আসরে
সারারাত
বসে বসে দেখবো বলে এসেছিলাম
চোখের কার্ণিশে বকপাখির ডানার বায়ুচিত্র
অথচ তার কিছুই হলো না
কেবল আমি আর আমার আকাশখানি
গ্রীবার সড়কে উল্টো ঝুলেই রইলাম
কয়েকটা বেওয়ারিশ হাওয়াচুলে!