রেলের নিয়োগ বাণিজ্যের বিষয়টি কিছু দিন যাবৎ বাতাসে ভেসে বেড়াচ্ছিল। মোটা অঙ্কের টাকা নিয়ে রেলে অডিটর নিয়োগের কথাটি সেদিনও রেলে বসেই একজনের মুখে শুনলাম। সত্য মিথ্যা যাচাই করার মতো সময় সুযোগ কোনোটিই আমার নেই তবে গত সোমবার রাতে রেলমন্ত্রীর এপিএসের গাড়ি থেকে বস্তা ভর্তি টাকা উদ্ধারের ঘটনার পর কেন যেন বার বার ঐ ভদ্র লোকের কথা মনে পড়ছে যিনি বলেছিলেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে রেলে নিয়োগ বাণিজ্য চলছে!
জীবন-মরণ সন্ধিক্ষণে দাড়িয়ে রেল পথ। সেনগুপ্ত রেল মন্ত্রী হয়ে যেভাবে জেহাদি বক্তব্য দিয়েছিলেন তাতে চরম হতাশার মাঝেও আশায় বুক বেঁধে ছিলাম। ভাবতাম আর কয়টা দিন। এই তো মন্ত্রীর প্রচেষ্টায় রেলের দুঃখ দূর হয়ে যাবে! কিন্তু কে জানতো কালো বিড়াল ধরতে গিয়ে তিনি নিজেই কালো বিড়াল পোষবেন! আজ অফিসে আসার সময় সাধারণ মানুষের মুখে মুখে শুনলাম, `এ ঘটনার সাথে মন্ত্রী নিজেই জড়িত`! সেনগুপ্ত মন্ত্রী হওয়ার পর সামুতে লিখেছিলাম, `মন্ত্রী সেনগুপ্তকে `জিল্লূ` ধরার অপেক্ষায়`। কিন্তু এতো জলদি জিল্লু বা বেইজ্জত মন্ত্রীকে ধরে ফেলবে তা ভাবতেও পারিনি।
হতাশার কালো ছায়া কোনোভাবেই মন থেকে দূর হচ্ছে না। কখনোই কি কোনো ভালো মানুষকে আমাদের মন্ত্রী হিসেবে দেখতে পাবো না? উন্নয়নের ছোঁয়া কি কোনো কালেই আমাদেরকে স্পর্শ করবে না? চোর-বাটপারদের খপ্পর থেকে এ দেশকে উদ্ধার করার মতো কোনো ভালো মানুষের জন্ম কি এদেশে এখনো হয়নি? এতো সুন্দর একটি দেশ হায়েনারা খাবলে খাবলে খেয়ে ফেলছে অথচ আমরা কিছুই করতে পরছি না!
Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১১