প্রেসিডেন্টের কোর্টে বল কিন্তু পাতানো খেলার জন্য কোন কোর্টে বিচার হবে? জনতার কোর্ট বসতে তো আরো দু'বছর বাকী!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইসির পূনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে অনেক 'জ্ঞানী ব্যাক্তি' আগেই বলেছিল এটি একটি পাতানো খেলা এমন কি খেলায় অংশগ্রহণকারী বিরোধী দলও এ দাবী করেছিল। আলোচনায় ২৪টি দল অংশ নেয়। আলোচনার উদ্যোক্তা সকলের মুরুবি্ব মাননীয় প্রেসিডেন্টের কাছে ১১টি দল তত্বাবধায়ক পদ্ধতি পূনর্বহালের দাবী বা অনুরোধ করেন এবং ৬টি দল সার্চ কমিটি কঠন করে ইসি পূনর্গঠন করার দাবী তুলেন।
আলোচনা শেষে প্রেসিডেন্টের দপ্তর থেকে সার্চ কমিটির জন্য মন্ত্রী পরিষদে পাঠানো প্রস্তাব দেখে এখন সেই জ্ঞানী ব্যাক্তিগণ যারা এ আলোচনাকে আগেই পাতানো খেলা বলেছিল তারা হয়তো বুক ফুলিয়ে শার্টের কলার টেনে বলছেন আমাদের ধারণাই তো সত্য হলো। অর্থাৎ সার্চ কমিটির প্রস্তাবটি আগেই তেরী ছিল। আলোচনা ছিল লোক দেখানো মাত্র এবং সে জন্যেই বোধহয় কিশোরগঞ্জের রত্ন সৈয়দ আশ্রাফ বলেছিলেন, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নিবো!
সংলাপের নামে রাষ্ট্রের পতি বা স্বামী একটি পাতানো খেলা খুব সুন্দরভাবে জাতিকে উপরহার দিয়েছেন যা দেখে কেউ কেউ মুখ গুঁজে মুচকি হাসছেন আবার কেউ কেউ কোর্টের বল মাথায় নিয়ে 'কঠিন' খেলা দেখাচ্ছেন আর জাতি তা দেখে সুখের 'তিতা' ঢেঁকুর তুলছেন। অভিজ্ঞ খেলোয়াড়গণ পাতানো খেলায় অংশ নিয়ে ঠিক করেছেন নাকি ভুল করেছেন এবার খাতা-কলম সমেত তার হিসাব কষছেন।
মাঝে মাঝে ভাবি এতো সুন্দর একটি দেশে এমন নোংড়া খেলোয়াড়দের এতো কদর কেন? ধাপ্পাবাজ-চাপাবাজ-রংবাজ আর দুনর্ীতিবাজরা আর কতোদিন আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলবে? হিংসা-বিদ্বেষ আর কাঁদা-মাখামাখির খেলা দেখতে দেখতে জীবন সায়াহ্নে দাড়িয়ে রেখে যাওয়া 'বাচ্চাদের' কথা ভেবে শিউরে উঠি! বড় হয়ে ওরা কি আরো খারাপ খেলোয়াড়দের খপ্পরে পড়বে নাকি 'সিন্দাবাদের' মতো কেউ তাদেরকে উদ্ধারের জন্য এগিয়ে আসবে?
রাষ্ট্রপতির প্রস্তাব প্রেসিডেন্টের কোর্টে বল
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন