প্রিয় এই সন্তানটিকে অভাবের কারণে মা-বাবা রাস্তায় ফেলে যেতে বাধ্য হয়।
দেশের অর্থনীতির দুরবস্থার সঙ্গে তাল মেলাতে না পেরে অবশেষে কোলের শিশুকে বাবা-মায়েরা এবার গ্রিসের রাস্তায় ফেলে যেতে বাধ্য হচ্ছেন। ডেইলি মেইল থেকে মানবজমিন এ সংবাদ দিয়েছে। অর্থ সংকটের পাশাপাশি গ্রিসে ওষুধ সংকটও দেখা দিয়েছে। আচ্ছা দুনিয়াতে কি সম্পদের এতই অভাব? নাহ্ দুনিয়া নিয়ে ভেবে লাভ নেই। দেশের কথাই বলি, আমাদের দেশের অর্থনীতি নাকি খুব খারাপ অবস্থায় আছে বা খারাপ অবস্থায় কোনোভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে।
সরকার ঋণ করতে করতে নাকি দেশীয় ব্যাংকগুলোকে ফকির করে দিচ্ছে! কই গ্রিসের মতো কোনো মা-বাবাকে ঢাকার রাস্তায় বাচ্চা ফেলে যেতে কেউ কি দেখেছেন? বিশাল বাংলার কোথাও কি কেউ নতুন কোনো বাসন্তির খবর পেয়েছেন? পাবেন না কারণ দেশ এখন স্মরণকালের সবচেয়ে ভালো অবস্থায় চলছে!! ডাস্টবিনের খাবার নিয়ে কুকুরের সাথে বনি আদামের 'ফাইটিং' কি দেখেছেন কেউ? তাহলে দেশের অবস্থা খারাপ হলো কেমনে? অবশ্য ঋণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এখন কিছুটা 'ব্যাথা' পাচ্ছে তাই তারা সরকারকে অনুরোধ করেছে সরকার যেন আর ঋণ না নেয় মানে 'বাঁশ' না দেয়!
প্রধানমন্ত্রী বলেছেন, পত্রিকা পড়লে টকশো শুনলে মনে হয় দেশের সর্বনাশ হয়েগেছে।
আমরা তো গ্রিসের মতো সর্বনাশের আলামত দেখছি না তাহলে টক (!) শো তে টক টক বাত চিৎ হচ্ছে কেন? পত্রিকাগুলো উল্টা-পাল্টা লিখে প্রধানমন্ত্রীকে মানসিক পীড়ন দিচ্ছে কেন? নাকি প্রধানমন্ত্রীর সাফল্য হিংসুকেরা হজম করতে পারছে না। ছাত্র লীগ আর পুলিশ কেন যে এখনো ওদের হাত পা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে না, কেন যে এখনো ওদের বাড়ী ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে না তা একমাত্র 'র' ভালো বলতে পারবে!
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৭