
লো-কি ফটোগ্রাফি
লো-কি ফটোগ্রাফি হইলো বিশেষ ধরনের আলোকচিত্র-চিত্রায়ন যেখানে প্রাপ্ত ফটোগ্রাফ কম আলোতে কালোরঙের অধিক ব্যবহৃত হয় এবং আলোকচিত্রের অধিকাংশ স্থান আন্ধকারচ্ছন থাকে। ফটোগ্রাফে আভিজাত্য, রহস্যময়তা, নাটকীয় ভঙ্গিমা ফুটিয়ে তুলতে এর জুরি নেই।

মনে রাখবে - সল্প আলোতে আন্ডার এক্সপোজ অন্ধকারাচ্ছন ফটো তোলা মানেই লো-কি ফটোগ্রাফ নয় বরং সুপরিকল্পিত ভাবে সুবিন্যস্ত আলোক প্রক্ষেপন দ্বারা ছবির সাবজেক্টের কোন নিদৃষ্ট অংশ আলোকিত করে আলোকচিত্র চিত্রায়ন করা হইলো লো-কি ফটোগ্রাফির মূল বিষয়।


লো- কি ফটো তুলতে - আইএসও সর্বনিম্ন পর্যায়ে সেট করে নাও। এরপর শুধুমাত্র এপারচার ও শাটারস্পিড কন্ট্রোল করে তোমার কাংখিত ফটোগ্রাফ বের করে আনো। মনে রাখবে অতি ধীর লয়ের শাটার স্পিডে ট্রাইপড ব্যবহার বাঞ্চনীয়।



নীচের চিত্র অনুযায়ী লাইটিয় করলে লো-কি ফটোগ্রাফে ভাল ফল পাওয়া যায়।


সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬