
আসো একটু কাটা ছেড়া করি
কাটার পর পাইলাম

কি দিয়া কাটাকুটি করছি?
Click This Link
ছবিটা নিয়া একটু কই যা বুঝছি......ছবিতে ভাল কইরা তাকাইলে তিনটি রেখা দৃষ্টিকে প্রভাবিত কইরা একাট বিন্দুর দিকে ধাবিত করে যা জনস্রোত বা রাস্তার পার্সপেকটিভ ভিও এর জন্য সৃষ্টি হয়েছে আর সেই বিন্দুই এই ছবি সেন্টার অব ইন্টারেষ্ট - মজার বিষয় হইলো সেন্টার অব ইন্টারেষ্টে এইখানে কিছুই নাই । ছবিতে জনস্রোত দেখানো হইয়াছে যার উৎপত্তি কোথায় তা এখানে ঐ বিন্দু নির্দেশ করে।
ছবিতে যেহেতু কোন শক্তিশালী মুভমেন্ট প্রকাশ করছে না তাই এটা উক্ত জনস্রোতের পরিনত বা অভিষ্ট লক্ষ্যে পৌছে যাওয়া প্রকাশ করে। শতাব্দী শত্ব্দী আগে তৈরী হওয়া এই বাংলা নববর্ষের আয়োজন যে আজকে একটা পরিণত অবস্থায় এসে পৌচেছে তা উক্ত ছবিতে সুন্দর ভাবে প্রকাশমান। এদিক দিয়ে ছবি সার্থক।
ছবিতে বাঘ ও নৌকা বরাবর যে লাইন সৃষ্টি হয়েছে দুইদিকে দুইটা ঘোড়া তা সুন্দর ভাবে ব্যালেন্স বা সাম্যস্থাপন করেছে।
কালার কম্পোজিশন সুন্দর - বাঘের হলুদ রঙ এবং ঘোড়ার নীচের লাল রং ও ব্যকগ্রাউন্ডে সবুজ সুন্দর কম্পোজিশান। হলুদ ও লাল এর মিলিত গেরুয়া রং সুন্দর হারমোনিক কালার সৃষ্টি করেছে এবং নৌকার কালচে রং এর সাথে ঘোড়ার সর্বগ্রাসী সাদা পুরো ছবিটা কে ব্যালেন্স অবস্থায় নিয়ে এসেছে।
সর্বপোরি বাঘের হাসি মুখ বুঝিয়ে দেয় এটি একটি উৎসবের ছবি ।
পরীক্ষামূলকভাবে দিলাম.... ভাল লাগলে আলোচনার পরিধি বাড়ানো হইবেক।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯