ক্যামেরার মধ্যে সুনিয়ন্ত্রিত আলোর প্রবেশ ঘটানোই হইলো লেন্সের কাজ। দুনিয়ার সবচেয়ে সহজ লেন্স হইতেছে একটা কাগজ বা ধাতব প্লেটের উপর একটি ছোট ছিদ্র।
এক্ষেত্রে আলো বস্তুহতে প্রতিফলিত হইয়া ক্ষুদ্র ছিদ্র পথে অপর প্বার্শে উল্টা প্রতিবিম্ব তৈরী করিয়া থাকে। উপরে চিত্রতে তাহা দেখানো হইয়াছে। ছিদ্রপথ যত ক্ষুদ্র হইবে প্রতিবিম্বের তত পরিস্কার হইবে। কিন্তু ছিদ্রপথ বড় হইলে আলো বেশী পরিমান ঢুকিয়া প্রতিবিম্বকে অস্পষ্ট করে তুলিবে। অস্পষ্ট হওয়ার কারণ হইলো অনেকগুলি প্রতিবিম্ব একে অপরের উপর পতিত হওয়া। দেখা যায় ক্ষুদ্র ছিদ্রের প্রতিবিম্ব এবং বড় ছিদ্রের প্রতিবিম্বের আকৃতি সমান হইয়া থাকে কিন্তু ক্ষুদ্র ছিদ্রের প্রতিবিম্ব পরিস্কার আর বড় ছিদ্রের প্রতিবিম্ব অস্পষ্ট বা ঘোলা হইয়া থাকে।
ফটোগ্রাফিক লেন্স একটি পলিশকরা তীক্ষ্ণ কাঁচ যাহা বস্তু হইতে প্রতিফলিত আলোক রশ্মি প্রতিসরণের মাধ্যমে ক্যামেরার অপর পার্শ্বে প্রতিবিম্ব তৈরী করিয়া থাকে। একটি লেন্স একটা পিনহোল থেকে বেশী পরিমান আলো প্রতিসরণের মাধ্যমে প্রবেশ করাতে পারে যাহা ফলশ্রুতিতে প্রতিবিম্ব অধিক স্বচ্ছ এবং পরিস্কার হইয়া থাকে।
নীচের চিত্রের দিকে তাকাই ...
প্রথম চিত্র একটা পিন হোল ক্যামেরা দেখানো হইয়াছে যাতে একটি মাত্র প্রতিবিম্ব তৈরী করিয়াছে । এক্ষেত্রে ছিদ্র যত ছোট প্রতিবিম্ব তত পরিস্কার হইয়া থাকে।
এখন, যদি ঐ পিন হোলের উপরে আরেকটি পিনহোল তৈরী করা হয় তাহা হইলে দুইটা প্রতিবিম্ব তৈরী হবে এবং এই দুইটা প্রতিবিম্ব যদি একত্র করা হয় তাহা হইলে প্রতিবিম্ব আসল বস্তুর হইতে দ্বিগুন উজ্জল হইবে। এইভাবে যদি নীচের দিকে আরও একটা এবং দুই পার্শ্বে দুইটা তৈরী করা যায় তাহা হইলে মোট পাঁচটা প্রতিবিম্ব তৈরী হইবে। যাহা উপরের চিত্রের দ্বিতীয় অংশে দেখানো হইয়াছে।
উক্ত প্রতিসরেণর নিয়ম কাজে লাগাইয়া প্রতি পার্শ্বে চারটিতে ( মধ্যের পিনহোল বাদ- কারণ সে মূল প্রতবিম্ব তৈরী করিবে। পিনহোলে প্রিজম লাগাইয়া যদি আলোর প্রতিসরেন মাধ্যমে পাঁচটি প্রতিবিম্বকে একত্র করা হয় তাহলে উক্ত প্রতিবিম্বের মান এক পিনহোল বিশিষ্ট প্রতিবিম্বের চেয়ে পাঁচগুন উজ্জল এবং পরিস্কার হবে। এভাবে যত বেশী পিনহোল বানানো হইবে প্রতিবিম্ব তত বেশী উজ্জল ও পরিস্কার হইবে।
একটি লেন্সের কাজও সেইটাই,। লেন্স হলো সেই পলিশকরা তীক্ষ্ণ গোলাকার কাঁচ যা অনেকগুলি প্রিজমের সমষ্টিগত ফলাফলকে একত্রীভুত করে ।
চতুর্থ অংশে লেন্সের ভিতর আলোর প্রতিসরণ দেখানো হইয়াছে যা অনেগুলি প্রিজমলাগানো পিনহোলের কাজ করিতেছে।
অন্যান্য পর্ব
সেন্টার অব ইন্টারেষ্ট Center of Interest
আলো Light
সিমিট্রি Symmetry
রঙ Color
স্পেস Space
Texture বা বুনট
প্যাটার্ণ বা নকশা Pettern
আবয়ব বা Form
আকৃতি বা shape
গোল্ডেন রেশিও Golden Ratio
রেখাকৃতি বিষয় বা Line
রুল অব থার্ড Rule of Third
Balance
Angle of view
Get Closer
Fill the frame
ক্যামেরা কেমনে ধরা হয়