CENTER OF INTEREST ( আগ্রহের কেন্দ্র ) একটি ছবিতে এই enter of interest গুরুত্বপূর্ণ কারণ একটি ছবিতে একটি মাত্র center of interest থাকতে পারে এবং প্রতিটি ছবিতে center of interest থাকা উচিত। center of interest হইতেছে সেই বিষয় বা মৌলিক ধারণা যা ছবির দর্শককে আকর্ষন করবে। লক্ষ্য রাখিতে হইবে যে, ছবির আনুষাঙ্গিক বিষয় সবসময় মূল বিষয়কে বা ধারণাকে একক ভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে। কোন ছবি যদি center of interest অনুপস্থিত থাকে অথবা একের অধিক center of interest বিদ্যমান হয় তাহলে ছবির দর্শক বিভ্রান্ত হইবে যা কোন মতে একজন ভাল ফটোগ্রাফারের কাম্য নয় এছাড়াও দর্শক বিভ্রান্ত হইলে পুরো ছবিকেই গুলিয়ে ফেলবে এবং ছবির মূল বক্তব্য অনুধাবন করা তার পক্ষে সম্ভব হইবে না। আবার যদি কোন ছবিকে একটি নির্দিষ্ট এবং স্পষ্ট center of interest বিদ্যমান থাকে তাহলে দর্শকের আগ্রহ center of interest দিকে ধাবিত হবে এবং ছবির মূল বক্তব্য অনুধাবন করা তার পক্ষে সহজ হবে। মনে রাখবে “Point of interest” এবং center of interest একই অর্থ বহন করে। “Point of interest” দ্বারা এটাই বুঝায় যে center of interest শুধুমাত্র ছবির কেন্দ্রে অবস্থান করে না। সুতরাং ছবি তোলার সময় তোমার ধারণা / বিষয় / বক্তব্যকে নির্দিষ্ট করো এবং তাকে “Point of interest” মাধ্যমে প্রকাশ করো । যখন ছবিতে আগ্রহ সৃষ্টিকারী কোন কিছু না পেলে ছবির কোন বস্তুকে পরিবেশন করো। যেমনঃ- একটি নৌকা যদি নদীর পানিতে ভাসমান থাকে তাহলে নৌকাটিতে সহজেই দর্শকের আগ্রহ যাবে। একজন দক্ষ ফটোগ্রাফার তার “Point of interest” বা center of interest প্রকাশ করতে আবয়ব, আকৃতি, নকশা, বুনট, রঙ , আলোক প্রক্ষেপন ইত্যাদির মাধ্যমের সাহায্য নিয়া থাকে। সুতরাং এই পোষ্ট বুঝতে হলে তোমাকে আগের পোষ্টগুলি বক্তব্য অনুধাবন করিতে হবে।
এমন যদি হয় একটি বিল্ডিং এর সামনে একজন লোক দাড়িয়ে আছে এবং ছবিতে বিল্ডিং এবং ব্যক্তি দুইজনেই দেখা যাচ্ছে তাহলে দর্শকের মনে প্রশ্ন জাগতে পারে কোনটা ছবির মূল বিষয়? এই ক্ষেত্রে ঐ লোকটা যদি সরাসরি ক্যামেরার দিকে তাকায় তাহলে পয়েন্ট অব ইন্টারেষ্ট লোকার দিকে যায়।
নীচের ছবিটা দেখ পয়েস্ট অব ইনটারেষ্ট অনুপস্থিত
নীচের ছবিতে দেখ - ব্যক্তি ক্যামেরার দিকে না তাকানো ফলে পয়েন্ট অব ইনটারেষ্ট আসে নাই
নীচের ছবিতে দেখ - ব্যক্তি ক্যামেরার দিকে সরাসরি তাকানোর ফলে পয়েন্ট অব ইনটারেষ্ট তার দিকে যায় -
নীচের ছবিটি দেখ - দুইটি বস্তু থাকার পরও পয়েস্ট অব ইনটারেষ্ট ঐ মহিলার দিকে যায় সরাসরি ক্যামেরার দিকে তাকানোর ফলে।
পয়েস্ট অব ইনটারেষ্ট আবার কাঙ্খিত বিষয় বা বস্তুকে ফোকাসের আওতায় এনে অন্য গুলি ফোকাসের বাহিরে রেখেও তৈরী করা যায়।
আবার পিছনের ব্যকগ্রাউন্ড ঝাপসা করে দিয়েও পয়েস্ট অব ইনটারেষ্ট তৈরী করা হয়।
কয়েকজন ব্যক্তি থাকলে এক ব্যক্তি ক্যামেরার দিকে সরাসরি তাকানোর ফলে সে পারসন আব ইন্টারেষ্ট হয়ে যায়
সাথে থাকার জন্য ধন্যবাদ।
অন্যান্য পর্ব
আলো Light
সিমিট্রি Symmetry
রঙ Color
স্পেস Space
Texture বা বুনট
প্যাটার্ণ বা নকশা Pettern
আবয়ব বা Form
আকৃতি বা shape
গোল্ডেন রেশিও Golden Ratio
রেখাকৃতি বিষয় বা Line
রুল অব থার্ড Rule of Third
Balance
Angle of view
Get Closer
Fill the frame
ক্যামেরা কেমনে ধরা হয়