Texture বা বুনট হইতেছে কোন বস্তু বা সাবজেক্টের দৃশ্যমান তলের চরিত্র যা ছবিতে ফুটে উঠে। যা শক্ত, নরম, মসৃণ বা অমসৃণ, উজ্জ্বল বা অনুজ্জ্বল সব রকমের হতে পারে বস্তুর ধরন অনুযায়ী ।
Texture বা বুনট - যে কোন ফটোগ্রাফিতে গুরুত্বপূর্ণ আকর্ষন আনতে পারে। যখন কোন ব্যক্তির নজর Texture বা বুনটের দিকে যায় তা তার কল্পনাকে ছুয়ে যায়। Texture বা বুনট কোন ছবির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের বিবরণ লক্ষনীয়ভাবে ফুটিয়ে তুলতে পারে। Texture বা বুনট ব্যবহার করে কোন ছবিকে করে তোলা যায় আরও বাস্তব সম্মত আবার কখনও কখনও হয়ে উঠে ছবির মূল উপপাদ্য বিষয়।
যখণ Texture বা বুনট কোন ছবির পরোক্ষ উপাদান হিসাবে ব্যবহৃত হয় তখন সে তার মূল ভাবের কিছু অংশের প্রতিনিধিত্ব করে। আলোর প্রক্ষেপনের কিঞ্চিত পরিবর্তন বা ক্যামেরার সামন্য স্থানান্তরে Texture বা বুনট হয় উঠে আরও আকর্ষনীয় এবং বাস্তব সম্মত। আবার যখন Texture বা বুনট কোন ছবির অধিকাংশ জায়গা জুড়ে দেখা যায় তখণ তা আবয়ব কা আকৃতি হিসাবেও আসতে পারে যা নির্ভর করে উক্ত ছবির আনুসাঙ্গিক বিষয়াদির উপর।
সংক্ষিপ্ত ভাবে Texture বা বুনট -
- Texture বা বুনট কোন বস্তুর বিশদ বিবরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।
- Texture বা বুনট কোন ছবির নাটকীয়তায় এবং নান্দনিকতায় বিশেষ ভূমিকা রাখে।
- Texture বা বুনট কোন ছবিতে তথ্যের যোগান দানে বিশেষ ভূমিকা রাখে।
ফটোগ্রাফার হিসেবে তোমার কাজ হইতেছে তোমার ফ্রেমের মধ্যে Texture বা বুনট খুজের বের করা এবং এর সর্বত্তোম ব্যবহার নিশ্চিত করা।
তোমার ছবিতে যদি Texture বা বুনট ব্যবহার করো তহলে ভোরা আলো অথবা পড়ন্ত বিকেল হলো Texture বা বুনট ফ্রেম বন্দী করার মোক্ষম সময় কারণ এই সময় কোর কড়া আলো থাকে না
সর্বপোরি সুন্দরী রমনীর ত্বকও Texture বা বুনট হিসেবে ফটোগ্রাফিতে ব্যবহৃত হইতে পারে
অন্যান্য পর্ব
সেন্টার অব ইন্টারেষ্ট Center of Interest
আলো Light
সিমিট্রি Symmetry
রঙ Color
স্পেস Space
Texture বা বুনট
প্যাটার্ণ বা নকশা Pettern
আবয়ব বা Form
আকৃতি বা shape
গোল্ডেন রেশিও Golden Ratio
রেখাকৃতি বিষয় বা Line
রুল অব থার্ড Rule of Third
Balance
Angle of view
Get Closer
Fill the frame
ক্যামেরা কেমনে ধরা হয়