পূর্বের কথার ধারাবাহিকতায় আজকে চলো প্যাটার্ণ বা নকশা নিয়া প্যাঁচাল পারি।
প্যাটার্ণ বা নকশা আমাদের চারপাশ জুড়িয়া আছে। প্যাটার্ণ হইতেছে প্রাকৃতিক বা মনুষ্যনির্মিত আবয়ব বা form এর পুনরাবৃত্তি। প্যাটার্ণ বা নকশা একজন আলোকচিত্র শিল্পী হিসাবে তোমাকে নয়নকাড়া বা নাটকীয় ছবি তোলার সুযোগ এনে দেয়। কিন্তু আমরা কি এই নকশার সর্বত্তোম ব্যবহার করি আমাদের ফটোগ্রাফিতে ? চলো আজকে কিছু উদাহরন সহ দেখি ফটোগ্রাফির রচনা কৌশলে এই প্যাটার্ণ বা নকশার অবদান।
যা বলিতে ছিলাম , প্যাটার্ণ বা নকশা হইতেছে প্রাকৃতিক বা মনুষ্যনির্মিত আকৃতি (shape), রঙ বা বন্তু, আবয়ব এর নিয়মিত অথবা অনিয়মিত আকারে পুনরাবৃত্তি। প্যাটার্ণ ফটোগ্রাফিতে একটি গুরুত্বপূর্ণ উপাদান, এর সঠিক ব্যবহার যেমন একটি ছবিকে করে তুলে নয়নকাড়া বা নাটকীয় তেমনি এর সঠিক ব্যবহার না হলে ছবিটি হয়ে যায় বড়ই সাদামাটা আকর্ষনহীন। ফটোগ্রাফার হিসেবে তোমার দ্বায়িত্ব হইলো তোমার ফ্রেমে এদের খুজে বের করা এবং ছবিতে এর সঠিক ও সর্বোত্তম ব্যবহার করা।
যদি মনে প্রশ্ন জাগে এই প্যাটার্ণ কেন প্রয়োজনীয়? তাহলে বলি প্যাটার্ণের একটি স্বাতন্ত্র্য সত্তা আছে কিন্তু এটা ভাল মন্দ কোন কিছু নির্দেশ করে না বলে এর সম্পূর্ণ সুফল যায় ছবির সাবজেক্টের উপর। উদাহরন দেই একখান - প্যাটার্ণ একটি বস্তুর শক্তিশালী অংশকে প্রকাশ করতে সাহায্য করতে পারে তার সুবিন্যস্ত পুনরাবৃত্তি দ্বারা এবং তাতে রং করে তুলতে পারে জীবন্ত ।
প্যাটার্ণ নিময়মিত এবং অনিয়মিত হইতে পারে -
-নিয়মিত
-অনিয়মিত
উপলব্ধিপুর্বক এর ব্যবহার তোমার ছবি আকর্ষনকে বাড়িয়ে তুলবে।
তোমরা দেখার চোখকে করবে সমৃদ্ধ।
ফটোগ্রাফি রচনা কৌশলের অন্য উপাদানের ( আকৃতি, আবয়ব, রেখা, রং) পারস্পরিক সম্পর্ক মূল্যায়নে সাহায্য করবে।
প্যটার্ণ ব্যবহার করতে তোমার কোন অতিরক্ত যন্ত্রপাতির প্রয়োজন নাই একমাত্র তোমার অভিজ্ঞ চোখই পারে এর সর্বত্তোম ব্যবহার নিশ্চিন্ত করতে।
অন্যান্য পর্ব
সেন্টার অব ইন্টারেষ্ট Center of Interest
আলো Light
সিমিট্রি Symmetry
রঙ Color
স্পেস Space
Texture বা বুনট
প্যাটার্ণ বা নকশা Pettern
আবয়ব বা Form
আকৃতি বা shape
গোল্ডেন রেশিও Golden Ratio
রেখাকৃতি বিষয় বা Line
রুল অব থার্ড Rule of Third
Balance
Angle of view
Get Closer
Fill the frame
ক্যামেরা কেমনে ধরা হয়