১) আকৃতি ( shape )
২) আবয়ব ( form )
3) বুনট (texture) ও নকশা (pattern)
চলো আজকে আকৃতি নিয়া একটু প্যাঁচাল পারি।
সাধারনত সর্বজনগ্রাহ্য যে সংজ্ঞা তা হলো আকৃতি বা shape হইলো কোন বস্তু বা বিষয় এর দ্বিমাত্রিক বহিঃপ্রকাশ। অন্যভাবে বলা যায় আকৃতি বা shape হইলো কোন রেখার একটি বন্ধ আবর্তন যা কোন বস্তু বা বিষয়কে নির্দেশ করে।
আগের পোষ্টে আমরা ছবির ভিতর রেখাকৃতি সাবজেক্ট বা বিষয় নিয়া কথা কইছিলাম ।
ছবির ভিতর এই আকৃতি বা shape কেমনে থাকে ... সাধারনভাবে গোলাকার, ত্রিভূজাকৃতি, চতুর্ভূজাকৃতি......সমভূজাকৃতি, অসমভূজাকৃতি এইভাবে দেখা যায়। আবার ডিম্বাকার বা উপবৃত্তাকার, রম্বাসাকৃতি সহ অনেক জটিল ভাবে থাকতে পারে । অনেক সময় ছবিতে আলোছায়ার খেলায় এইসব আকৃতি ফুটে উঠে এবং ক্যামেরা মাধ্যমে ফ্রেম বন্দী হয়।
আসো নীচে কিছু ছবি দেখি -
বৎস ছবি তোলার সময় লক্ষ্য রাখিবে যাতে একই ধরনের আকৃতি তোমার ছবিতে ফুটিয়া উঠে তাতে ছবি আরো দৃষ্টিনন্দন হয়। বিভিন্ন ধরনের আকৃতি মিশ্রভাবে ছবিতে থাকা বাঞ্চনীয় নয়।