অনেকদিন ধরেই ভাবছি একটা ব্লগিং করব কিন্তু ভেবেই পাচ্ছিলাম না যে কি নিয়ে এবারের ব্লগিংটা করা যায়। হঠাত করে মাথায় আসল এন্ডয়েডের মজার অথচ দরকারি কিছু এপস নিয়ে এবারের ব্লগিং করা যায়। যেই ভাবা সেই কাজ...
চলুন শুরু করা যাক। প্রথমেই আসি Go Launcher নিয়ে,
- Go Launcher: Go Launcher হল স্যামসাং গ্যালাক্সি ফোনের আদলে তৈরি করা লুকিং। যা দিয়ে কিনা স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোনগুলো না কিনেও স্বল্প দামের এন্ড্রয়েড ফোনেও Launcher এর মজা উপভোগ করা যায়। মানে দুধের স্বাদ ঘোলে মিটানো আরকি। এই এপসটি বিনামূল্যে Google PlayStore এ পাওয়া যাবে।
- Go Locker: Go Launcher থাকবে অথচ Go Locker থাকবে না এটা কি মানা যায়। সাধারণত আপনার স্মার্ট ফোনটি লক করার জন্য Go Locker ব্যবহার করা হয়ে থাকে। Google PlayStore এ বিভিন্ন ঢঙে বিভিন্ন রঙের Go Locker রয়েছে যেগুলো কেনার জন্য ডলার পে করতে হয়। তবে কিছু কিছু সাইটে এগুলো ফ্রিও পাওয়া যায়।
-Apps Share: অন্যের একটা এপস পছন্দ হইছে কিন্তু সেটার ব্যাকআপ ফাইল না থাকার কারণে আপনি সেটা নিতে পারছেন না। সেক্ষেত্রে চিন্তা করার কোন কারণ নেই, এই এপসটি ইন্সটল করে আপনি সব এপস নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে স্মার্ট ফোন থেকে এই এপসগুলো নিবেন সেই ফোনটিতেই এই এপসটি থাকলেই চলবে। এই এপসটিও বিনামূল্যে Google PlayStore এ পাওয়া যাবে।
-Apps Lock: চাচ্ছেন আপনি আপনার সমস্ত তথ্য এবং এপসগুলোকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে তাহলে এখনই Google PlayStore থেকে এই এপসটি বিনামূল্যে নামিয়ে নিন এবং আপনার গোপনীয়তা রক্ষা করুন।
-Contact Backup: আমার মত যারা ফোন রিসেট দেওয়ার পর সব ফোন নাম্বারগুলি হারিয়ে ফেলে বিপদে পড়েছেন তারা এখনই এই বিড়ম্বনা থেকে বাঁচার জন্য Google PlayStore থেকে এই এপসটি বিনামূল্যে নামিয়ে নিন এবং খুব সহজেই সব ফোন নাম্বারগুলো আপনার জিমেইল একাউন্টে জমা রাখুন। এখন আর ফোন নাম্বার হারানোর ভয় নাই।
-SMS Backup: যারা ফোন রিসেট দেওয়ার জন্য সব মেসেজগুলি হারিয়ে ফেলার ভয়ে আছেন তারাও এই বিড়ম্বনা এড়ানোর জন্য Google PlayStore থেকে এই এপসটি বিনামূল্যে নামিয়ে নিন এবং খুব সহজেই সব মেসেজ আপনার মেমরি কার্ডে জমা রাখুন এবং রিসেট দেওয়া শেষ হলে আবার সেগুলো আপনার মেসেজ অপশনে রিস্টোর করুন।
-Age Calculator: যারা বয়স বের করার অংকে দুর্বল এবং বিভিন্ন সময় বয়স বের করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন তাদের জন্য এই এপসটি খুবই গুরুত্তপুর্ণ। খুব সহজেই আপনি এই এপস দিয়ে আপনার বয়সের দিনক্ষণ বের করতে পারবেন। এই এপসটিও বিনামূল্যে Google PlayStore এ পাওয়া যাবে।
-Xender, যারা ব্লু টুথ দিয়ে ডাটা ট্রান্সফার করতে বোরিং হচ্ছেন তারা Google PlayStore থেকে এই এপসটি নামিয়ে ব্লু টুথকে বিদায় দিন। এই এপসটি ওয়াই-ফাই দিয়ে ডাটা ট্রান্সফার করে (এক্ষেত্রে কোন ওয়াই-ফাই কানেকশন লাগবে না, দুটি স্মার্ট ফোনেই এই এপসটি থাকতে হবে)। যেহেতু এটি ওয়াই-ফাই দিয়ে ডাটা ট্রান্সফার করে সেহেতু আপনি চোখের পলক ফেলার আগেই ৩ মেগাবাইটের একটি ডাটা অন্য ফোনে ট্রান্সফার করতে পারবেন। এটি সেকেন্ডে গড়ে ৩ মেগাবাইট ডাটা ট্রান্সফার করতে পারে।
-Super Beam, এপসটির সাইজ খুব ছোট। মাত্র ১ মেগাবাইট, মাগার কাজ করে বিশাল। এটাও ডাটা ট্রান্সফার করার এপস। এটি আরো দ্রুত ডাটা এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করতে পারে। এটিও ওয়াই-ফাইয়ের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে (এক্ষেত্রে কোন ওয়াই-ফাই কানেকশন লাগবে না, দুটি স্মার্ট ফোনেই এই এপসটি থাকতে হবে)। এটি সেকেন্ডে গড়ে ১৫ মেগাবাইট ডাটা এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করে। এক্ষেত্রে যে ডাটাগুলো পাঠানো হবে সেগুলো সিলেক্ট করে Super Beam দিয়ে Send দিলে একটা ইমেজ কোড দেখাবে তারপর যে ফোনে ডাটাগুলো পাঠানো হবে সেই ফোনের Super Beam টা অন করে ঐ ফোনটার উপর ধরলে ঐ ফোনের ইমেজ কোডটা অটোম্যাটিকলি ক্যামেরা দিয়ে ক্যাপচার করবে এবং সাথে সাথেই ডাটা ট্রান্সফার শুরু হবে। এভাবে আপনি ১ গিগাবাইটের ডাটা ১ মিনিটে এক স্মার্ট ফোন থেকে আরেক স্মার্ট ফোনে ট্রান্সফার করতে পারবেন।
(বিঃদ্রঃ কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, এছাড়াও এই বিষয়ে আপনি আপনার অভিমত কমেন্টে জানাতে পারেন)।