মুঠো ভর্তি আকাশটা আগের মত ধরা দেয় না
বিরান প্রান্তরের ঘাস হয়ে তাকিয়ে থাকি
উপরের দিকে আরও উপরে
এক টুকরো আকাশের খোঁজে !!
ধরিত্রী-আকাশ একাকার হয়েছিল ঝুম বৃষ্টির রাতে
তবুও, চোখের পাতা আর বিলাসী সব ভাবনাতে-
জড়িয়ে থাকে একগাদা তৃষ্ণার দীর্ঘশ্বাস
বেনামি ভালোবাসার সুদে কাটে নিদ্রাহীন রাত !!
চৈতালী নিঃশ্বাসের হাওয়া বয়ে যায়না--মায়াবী বাতাবি
লেবুর বন ছুঁয়ে, সাধ গুলো নিস্ফল আমের মুকুল হয়ে
ঝরে পড়ে, আলগোচ-আনমন; তারপরেও টেনে রাখি ঘ্রাণ-
ফুলে ভরে উঠুক বাগান !!
হৃদপিন্ডের শব্দ শুনে সম্বিত ফিরে পাই
চেয়ে দেখি আটকে আছি আজ অবধি!
জন্ম নেই,মৃত্যু নেই স্থির হয়ে আছি কতকাল!
চেয়ে থাকি দূর...বহুদূর-
ঘাস হয়ে ঘাসে--উপরে আরও অনেক বেশী উপর ;
আকাশ নেই ...হাওয়া নেই !
শূন্য...শূন্য আহরণ... শূন্য যাপন;
শূন্যযাত্রায় !!
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:১৫