আমার মনে হয় বিএনপি ভুল করলো
১. সাধারণ বাড়ির একটি ইস্যু নিয়ে রাজনীতির মাঠে নামায় এটা প্রমাণিত হলো তাদের রাজনীতি ব্যাক্তিকেন্দ্রিক এবং খালেদা জিয়া কোন কিছুর বিনিময়েই এ বাড়ি ছাড়তে চাননি
২. আওয়ামীলীগ এর কাছে মোটামোটি তারা এখন ভালোই ধরাশায়ী, তা না হলে তারা হরতালের মতো হার্ডলাইনে যেতেন না
৩. বাড়ি থেকে উচ্ছেদ ইস্যুতে হরতাল আহ্বান করে এটাও প্রমাণত হলো জনগনের পানি-বিদ্যুত সমস্যা গুলো তাদের কাছে গৌণ
৪. তারা এখন দেশের অন্যান্য ইস্যুগুলো নিয়ে সরকারের বিরোধিতা করার মানসিকতায় নেই
৫. বিএনপি তার এই সাংগঠনিক এই ভুলের জন্য আওয়ামীলীগকে রাজনীতিতে অনেক বিচক্ষণ বানিয়ে দিলো, যা হয়তো তারা ভাবতেও পারেনি
৬. বহির্বিশ্বে বেগম খালেদা জিয়ার পলিটিক্যাল ইমেজ কী এতে ক্ষুণ্ণ হবেনা?
আপনাদের কী মত?
এটা আমার নিজের ধারণা।
চাইলে আরো কিছু অ্যাড কিংবা আমাকে ব্যাম্বু দিতে পারেন।