চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীর হাতে ছাত্রী লাঞ্চিত। রাবি পক্টর বীর ছাত্রলীগ কর্মীর কোন শাস্তি মূলক ব্যবস্থা নেয়নি। শুধু ঠিকান লিখে রেখেছে।
সূত্রঃ ৪ জুন যুগান্তর
সরকার দিন বদলের কথা বেলেছে। তাদেরসহযোগী ছাত্র সংগঠন সেই দিন বদল করছে। আরো বদলবে! তখন আমরা সাধারণরা (!) কি করব?
১. দর্শকের মত খেলা (!) দেখব।
২. দরজা বন্ধ করে জানালা দিয়ে প্রতিবাদ করব।
৩. একটা মেয়ে'কে টানতে টানতে নিয়ে যাবে আর আমরা গেল গেল বলে চিৎকার করব।
৪. ঘরে মেয়েদের বন্ধি করে রাখব।
৫. মেয়েরা বিশ্ববিদ্যালয়ে না পড়লে এমনটি হত না, তাই তাদের পড়াশুনা বন্ধ করে দিব।
৬. ছেলেরা ত একটু দুষ্টিমি করবেই আথবা যে লাঞ্চিত হয়েছে সে তো আমার কোন আত্মিয় নয়। এই বলে নিজেদের শান্তনা দিব।
৭. নাকি জয় বাংলা বলে দিনবদলের ডিজিটাল দলে যোগ দিব??
৮. অথবা কি করব আপনিই বলুন.. .
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৯ সকাল ৯:২১